ফুটবল

সন্তোষে দুরন্ত পারফর্ম করার পুরস্কার! দারিদ্রর সঙ্গে লড়াই করা মনোতোষ, দিলীপরা অবশেষে পাচ্ছেন সরকারি চাকরি…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা দল টাইব্রেকারে কেরালার কাছে হেরে গেলেও এই টুর্নামেন্টের দুরন্ত পারফর্ম করেছেন দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার এবং দিলীপ ওঁরাও। দিলীপ তো আবার ফাইনালে কেরালার বিরুদ্ধে গোল করেছিলেন। দুরন্ত ফুটবল খেললেও এই দুজন ফুটবলারই প্রচন্ড দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। দিলীপের বাড়িতে এখনও পর্যন্ত বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায়নি, এই খবরটি প্রথম রে স্পোর্টজই করেছিল। আর সেই কারণেই এই দুই ফুটবলারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। দু’জনকেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হল।

বৃহস্পতিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক হয় এবং সেখানেই একথা জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে অরূপ বলেন,”ওদের দুজনেরই আর্থিক অবস্থা খুব খারাপ। বাংলার মুখ্যমন্ত্রী ওদের ব্যাপারে অবগত। আর সেই কারণেই মন্ত্রীসভার বৈঠক চলাকালীন তিনি নিজের কোটা থেকে এদের দুজনকে চাকরি করে দেওয়ার ব্যবস্থা করেন। দিলীপের বাবা একজন সাফাই কর্মী এবং তার মা লোকের বাড়িতে রান্না করেন। পাশাপাশি মনোতোষও খুবই দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছে। আমরা জানিয়ে দিয়েছি যে আগামী ৯ মে’র মধ্যে ওদের কাছে চাকরির নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে।”

টালির চালের ঘরে বেড়ে ওঠা মনোতোষের। বাবা তার সামান্য রাজমিস্ত্রি আর তাতেই এতদিন সংসার চলত। আর তারই ছেলে মনোজ দুরন্ত খেলেছেন সন্তোষ ট্রফিতে। টুর্ণামেন্টে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে তার মাথা ফেটে যায়, যদিও সেই অবস্থাতেও খেলে যান মনোতোষ। তারি অদম্য লড়াই সব জায়গায় প্রশংসিত হয়। অবশেষে মনোতোষ এবং দিলীপ সরকারি চাকরি পেতে চলেছেন। এবারে তাদের আশা যে বাবা মাকে নিয়ে তারা এবারে একটু ভাল থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version