ফুটবল

মরিশাসের বিরুদ্ধে জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক মানোলোর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মঙ্গলবার মরিশাসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। গতবার লেবাননকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছিলেন সুনীল ছেত্রীরা। এবছর পরিস্থিতি বদলেছে। অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। ইন্টারকন্টিনেন্টাল কাপে লড়াই কঠিন হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। সেই সঙ্গে কোচ বদল হয়েছে ভারতীয় দলের। ইগরের জায়গায় ভারতীয় দলের হটসিটে বসেছেন মানোলো মার্কুয়েজ।

ইন্টারকন্টিনেন্টাল কাপেই প্রথমবার ভারতীয় দলের ডাগ আউটে বসবেন তিনি। মাঠে নামার আগে তিনি বললেন “প্রতিপক্ষ দলের র‍্যাঙ্কিং নিয়ে ভাবছি না। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই আমাদের উন্নতি করতে হবে। দলে খুব ভালো ফুটবলার রয়েছে।” ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে খুব বেশিদিন জাতীয় শিবির করতে পারেননি নব নিযুক্ত কোচ মানোলো মার্কুয়েজ। তবুও তিনি বললেন “আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version