ফুটবল
আইএফএর টিকিট বন্টনে ক্ষুব্ধ ময়দানের ক্লাব
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রাত পোহালেই যুবভারতীর বুকে মেগা ম্যাচের বল গড়াবে। সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। টিকিটের চাহিদাও তুঙ্গে। আশা করা হচ্ছে ৬২ হাজারের গ্যালারি ভরে উঠবে ভারতীয় সমর্থকদের উপস্থিতিতে। তবে আইএফএর টিকিট বন্টন নিয়ে ক্ষুব্ধ কলকাতা ময়দানের বেশ কিছু ক্লাব। সম্প্রতি দেখা গেছে মোহনবাগান নিজেদের ম্যাচে প্রতিটি আইএফএ অনুমোদিত ক্লাবকে ৫০ টি করে টিকিট দিয়ে এসেছে। এছাড়াও ক্লাবের গভর্নিং বডির সদস্যদের দুটো করে ভিআইপি টিকিট দেওয়া হয়েছে।
আসন্ন ভারত বনাম কুয়েত ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে আইএফএ। শোনা যাচ্ছে, আইএফএ অনুমোদিত ৩০০ ক্লাবকে মাত্র ৫ টি করে টিকিট দিয়েছে আইএফএ। এছাড়াও গভর্নিং বডির সদস্যদের সাধারণ গ্যালারির টিকিট দেওয়া হয়েছে। এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ আইএফএ অনুমোদিত ক্লাব গুলি। প্রশ্ন উঠছে, একই গ্যালারিতে ম্যাচ আয়োজন করে মোহনবাগান যদি ৫০ টি করে টিকিট দিতে পারে, তাহলে আইএফএ কেন এত কম টিকিট বন্টন করছে?