আন্তর্জাতিক ফুটবল

হার ব্রাজিল, আর্জেন্টিনার

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: একই দিনে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে হার ব্রাজিল ও আর্জন্টিনার। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে কয়েকমাস আগেই হেরেছিল কলম্বিয়া। সেই হারের বদলা নিলো তারা। অন্যদিকে একই দিনে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারল ব্রাজিল।

কলম্বিয়ার ঘরের মাঠে মস্কেরার গোলে প্রথম ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গনজালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা কিন্তু ম্যাচের ৬০ মিনিটে, বক্সে রোমেরোর ফাউল থেকে পেনাল্টি পায় কলম্বিয়া। সেখান থেকে গোল করতে কোন ভুল করেন নি হামেস রদ্রিগেজ। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠে ছাড়ে কলম্বিয়া।

উল্টোদিকে অসংখ্য সুযোগ নষ্ট করে প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ৫ ম্যাচের মধ্যে এটি ব্রাজিলের চুতর্থ হার। চিলির বিরুদ্ধে খেলা ব্রাজিল দলকে খুঁজেই পাওয়া গেলনা এদিন। ২০ মিনিটের মাথায় দিয়েগো গোমেজের করা গোল ম্যাচের জয়সূচক গোল হয়ে যায়। তারপর গোটা ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগতে ব্যর্থ হন ভিনিশিয়াসরা। দীর্ঘ ১৬ বছর পর ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে।
এই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট পেয়ে ৫ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। অপরদিকে কলম্বিয়ার কাছে হেরেও শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version