আন্তর্জাতিক ফুটবল
NATIONS LEAGUE 2024: এমবাপে ছাড়াই বেলজিয়াম বধ ফ্রান্সের। শেষ আটে জায়গা পাকা জার্মানির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা নেশনস লিগে জমে উঠেছে শেষ আটে ওঠার লড়াই। গ্রুপ পর্যায়ের ম্যাচ প্রায় শেষের দিকে। যার মধ্যে লিগ “এ” গ্রুপ ২ থেকে অনেকটাই এগিয়ে গেল ইতালি ও ফ্রান্স। চাপের মুখে বেলজিয়াম। অন্যদিকে লিগ “এ” গ্রুপ ৩ থেকে দু ম্যাচ বাকি থাকতেই শেষ আটের জায়গা পাকা করে ফেললো জার্মানি।
সোমবার নেশনস লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। যেখানে দুই দলেই ছিলনা তাদের তারকা ফুটবলাররা। এমবাপেকে ছাড়া ফ্রান্স এবং ডি ব্রুইনে, লুকাকুকে ছাড়া নেমেছিল বেলজিয়াম। ম্যাচের শেষ ১৫ মিনিট দশ জনে খেলেও ২-১ গোলে জিতল ফ্রান্স। এই ম্যাচে নিজের জাত চেনালেন ফ্রান্সের কোলো মুয়ানি। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু প্রথমার্ধের প্রায় শেষের দিকে ওপেন্দার করা গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচের ৬২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সেই কোলো মুয়ানি। অপরদিকে ৭৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ফ্রান্সের মিডফিল্ডার চুয়ামেনি। কিন্তু তারপর অনেক সময় থাকলেও গোল করতে পারেনি বেলজিয়াম ফুটবলাররা। ফ্রান্সের গোলপোস্টের তলায় মাইক মেনিওঁর অপ্রতিরোধ্য হয়ে ওঠায় ম্যাচ যেতে তাঁরা।
অপরদিকে লিগ “এ” গ্রুপ ৩এ আলিয়ান্স এরেনায় ১-০ গোলে ম্যাচ যেতে জার্মানি। গোটা ম্যাচেই নিরন্তন দাপট থাকে জার্মান ফুটবলারদের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে, ঘরের মাঠে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তিনজন কিংবদন্তি ফুটবলার থমাস মুলার, ম্যানুয়েল নয়্যার এবং ইলকায় গুন্দোগান। তবে টনি ক্রুসের থাকার কথা থাকলেও, নিজের অ্যাকাডেমির ম্যাচের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেখানে তাঁদের বিশেষ বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। প্রাক্তন তারকাদের উপস্থিতিতে ম্যাচ জিতল জার্মানির তরুণ ফুটবলাররা। ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন এই ম্যাচেই অভিষেক হওয়া জেমি লেয়েলিং। এই জয়ের ফলে জার্মানির হলো ৪ ম্যাচে ১০ পয়েন্ট। ফলে নেশনস লিগে শেষ আটে চলে গেল কিমিচরা।