আন্তর্জাতিক ফুটবল

LA LIGA 2024/25: রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে পর্যুদস্ত করল বার্সেলোনা!

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার এল ক্লাসিকো ম্যাচে নামার আগে, লা লিগায় টানা ৪২ ম্যাচে অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। এদিন জিতলে বা ড্র করলেই বার্সেলোনার রেকর্ড ছুঁয়ে ফেলতো তারা। ২০১৭ সালে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল মেসি, সুয়ারেজদের বার্সেলোনা। এবারে সেই রেকর্ড বাঁচানোর সমস্ত দায়ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন লেওয়ানডস্কি, লামিনে ইয়ামালরা। রিয়ালের ডেরায় গিয়ে ম্যাচটি ৪-০ গোলে জিতল কাতালানরা। দুটি গোল করলেন লেওয়ানডস্কি এবং একটি করে গোল করলেন ইয়ামাল এবং রাফিনহা।

এদিন শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের ৩১ মিনিটের মাথায় এমবাপে গোল করলেও, অফসাইডের কারণ সেটি বাতিল হয়। তারপরেও বেশ কয়েকবার আক্রমণ সানায় দুই দলই তবে গোল পায়নি কেউই। ফলে প্রথমার্ধ ০-০ গোলেই শেষ করে সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ আরও ধারাল হয় বার্সেলোনার। যার ফলে ম্যাচের ৫৪ মিনিটে, মার্ক কাসাডোর বাড়ানো বল থেকে ম্যাচের প্রথম গোল গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। আবারও ৫৬ মিনিটে, আলেয়ান্দ্রো বালদের ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান সেই লেওয়ানডস্কি। অবশেষে মাদ্রিদের কোচ কার্লো অ্যান্সেলোত্তি মাঠে নামান লুকা মদ্রিচকে। তবে তাতে কাজের কাজ হয়নি কিছুই। ম্যাচের ৬৬ মিনিটে আবারও এমবাপের আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এদিন মোট ৬ বার অফসাইড হয়েছেন এমবাপে। এছাড়া গোটা দুয়েক সহজ সুযোগও নষ্ট করেছেন তিনি। সুযোগ নষ্ট করেছেন ভিনিসিয়াসও। অপরদিকে ম্যাচের ৭৭ মিনিটে লামিনে ইয়ামাল ৩-০ গোলে এগিয়ে দেন বার্সেলোনাকে। অবশেষে ৮৪ মিনিটে, মাদ্রিদের রক্ষণকে গতিতে পরাস্ত করে গোল করে যান রাফিনহা। যার ফলে রিয়ালের ঘরের মাঠে গিয়ে ৪-০ গোলে ম্যাচ যেতে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version