আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগার গত ম্যাচে ৪-২ গোলে হারের পর অবশেষে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিএসসি ইয়ং বয়েজকে ৫-০ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল হ্যান্সি ফ্লিকের দল। এর পাশাপাশি ২০২৪-২৫ মরশুমে ইউসিএলের প্রথম জয়টি তুলে নিল তারা। জোড়া গোল করেন দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। গোল পান রাফিনহা এবং ইনিগো মার্টিনেজ।

জয়ের সঙ্গে হ্যান্সি ফ্লিক, বার্সেলোনা দলের কোচ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়টি তুলে নিলেন। প্রথম ম্যাচে এএস মোনাকোর কাছে ২-১ গোলে হারের পর, দুরন্ত ফুটবল খেলে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল বার্সা। ম্যাচের শুরু থেকেই অনবদ্য ফুটবল খেলছিল দলের দুই তারকা খেলোয়াড় লামিন ইয়ামল এবং রাফিনহা। দুজনেই দুরন্ত পাসিং ফুটবল খেলে বল দেন লেওয়নডোস্কিকে। এবং ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোলটি তুলে নেন তিনি। এর পাশাপাশি ম্যাচের ৩৪ মিনিটে রাফিনহা এবং ৩৭ মিনিটি ইনিগো মার্টিনেজের গোলে প্রথমার্ধেই ৩-০ ফলাফলে এগিয়ে যান হ্যান্সি ফ্লিকের দল।

দ্বিতীয়ার্ধ শুরু থেকেই প্রথমার্ধের মতো আক্রমণ বজায় রাখে বার্সেলোনা। ফলে ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ফেলেন লেওয়ানডোস্কি। বার্সার আক্রমণে ধরাশায়ী হয়ে যায় গোটা ইয়ং বয়েজ দল। তারা একটা সুন্দর আক্রমণ থেকে গোল তুলে আনলেও সেই গোলটি অফসাইডের জন্য বাতিল করা হয়। এরপরে তাদেরই দলের খেলোয়াড় কামারার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে বার্সেলোনার। অবশেষে ৫-০ গোলে ম্যাচ জেতে বার্সেলোনা। পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষিত হন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version