আন্তর্জাতিক ফুটবল
La Liga: চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে চার গোল মেরে লজ্জার হার উপহার বার্সেলোনার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: লা লিগায় নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে লজ্জার হারের মুখোমুখি হতে হল রিয়াল মাদ্রিদকে। লিগ জয়ের দৌড়ে যদিও তারা অনেকটা এগিয়ে থাকলেও, এই লজ্জার হার দীর্ঘদিন দগদগে হয়ে থাকবে রিয়ালের মনে।
রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে জাভি হার্নান্দেজের বার্সেলোনা ৪-০ গোলে চূর্ণ করল রিয়ালকে। বার্সেলোনার হয়ে দুটি অর্ধে দুটি গোল করেন পিয়ের-এমেরিক আউবামেয়াং। আর বাকি দুটি গোল করেন রোনাল্ড আরাউজো ও ফেরান তোরেস।
এই উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। খেলার বয়স যখন ২৯ মিনিট, তখন দেম্বেলের মাপা পাস ধরে গোল করে যান আউবামেয়াং। এরপর খেলার ৩৮ মিনিটের মাথায় বার্সেলোনার লিড দ্বিগুন করে দেন আরাউজো। এক্ষেত্রেও গোলের পাস বাড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দেম্বেলে।
এরপর দ্বিতীয়ার্ধে রিয়ালের বিরুদ্ধে আরও দুটি গোল করে বার্সেলোনা। ৪৭ মিনিটে আউবামেয়াংয়ের পাস থেকে ম্যাচের নিজের প্রথম গোল করেন ফেরান তোরেস। এরপর ম্যাচের ৫১ মিনিটের মাথায় তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিয়ের-এমেরিক। এরপর আর কোনও দল গোল করতে পারেনি, ফলে নির্ধারিত সময়ের শেষে খেলা বার্সেলোনার অনুকূলে ৪-০ গোল শেষ হয়।
এই ম্যাচটি হারলেও লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ অনেকটাই এগিয়ে রইল। বর্তমানে ২৯ ম্যাচ খেলে তাদের সংগ্রহ পয়েন্ট সংখ্যা ৬৬ এবং তারা লি শীর্ষে রয়েছে। এরপর সমসংখ্যক ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া। এরপর ২৮ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।