Connect with us

আন্তর্জাতিক ফুটবল

La Liga: দশজনে খেলেও অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে দুরমুশ করল জাভির বার্সেলোনা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: লা লিগায় ধীরে ধীরে নিজেদের পুরানো ফর্মে ফিরছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। এই মরসুমের শুরুতে ধুঁকতে ধুঁকতে শুরু করলেও কাতালান ক্লাবটি জাভি কোচ হয়ে আসার পরে অনেকটাই গুছিয়ে নিয়েছে। রবিবার তারা শেষ পর্যন্ত ১০ জন হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায়। ‌ রবিবার নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে তারা এই জয় পায়। এই জয়ের ফলে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল। আর এই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গেল দিয়েগো সিমেওনের দল।

যদিও ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ম্যাচের শুরুটা ছিল বার্সার জন্য হতাশার। ৮ মিনিটের মাথায় সুয়ারেজের অ্যাসিস্টে কারাস্কো এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। কিন্তু ২ মিনিটও লাগেনি বার্সার গোল শোধ করতে। দানি আলভেসের বাড়ানো পাস থেকে বার্সাকে সমতায় ফেরান লেফট ব্যাক জর্দি আলবা। বার্সেলোনা অবশ্য গোল পেতে পারতো পঞ্চম মিনিটেই। তবে ফেরান তোরেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

২১ মিনিটেই আবার গোল পায় বার্সা। এবারের গোলদাতা তরুণ মিডফিল্ডার গাভি। কদিন আগে দলে আসা আদামা ত্রাওরে ডান দিক থেকে ডি-বক্সের মাঝ বরাবর ক্রস বাড়ান। লাফিয়ে হেডে দলকে এগিয়ে দেন তরুণ এই মিডফিল্ডার। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী বার্সা অ্যাটলেটিকোর ওপর আক্রমণের ঢেউ বইয়ে দিতে থাকে।

প্রতিপক্ষকে কোনও সুযোগই দিচ্ছিল না জাভির দল। একের পর এক আক্রমণে চাপ ধরে রেখে ৪৩তম মিনিটে ব্যবধান বাড়ায় তারা। দানি আলভেসের ফ্রি কিকে জেরার্ড পিকের হেড ক্রসবারে লেগে ফিরলে শট নিতে চেষ্টা করেন ফেরান তোরেস। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হলে বল যায় রোনাল্ড আরাহোর পায়ে। জালে বল জড়াতে ভুল করেননি তিনি।

বিরতির পর বার্সেলোনা ৪৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। বাঁ দিক থেকে আসা বল পেয়ে দূরপাল্লার শটে বল জালে জড়ান দারুণ খেলতে থাকা দানি আলভেজ। নিজের দ্বিতীয় ইনিংসে বার্সেলোনার ফিরে এই প্রথম গোল পেলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ম্যাচজুড়ে দারুণ খেলা এই রাইটব্যাক এরপরের সময়টা ভুলে যেতে চাইবেন হয়তো। একটা মারাত্মক ফাউল করে ৬৯ মিনিটের সময় সরাসরি লাল কার্ড দেখেন দানি। শেষ ২০ মিনিট তাই বার্সাকে খেলতে হয় ১০ জনের দল নিয়ে। তবে বড় কোনো বিপদ ঘটেনি।

মাঝখানে অবশ্য ৫৮ মিনিটে আরও একটি গোল শোধ করে পরাজয়ের ব্যাবধান কমায় অ্যাটলেটিকো। এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে পাঁচে নামিয়ে দিয়ে বার্সা ফিরল পয়েন্ট তালিকায় চার নম্বরে। দুই’দলই সমান ২২টি করে ম্যাচ খেলেছে। ২২ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৩৮ পয়েন্ট, অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৬। মাদ্রিদের আরেক দল রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে।

আন্তর্জাতিক ফুটবল

গোলের বন্যা বায়ার্নের, জয় পেলো রিয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে ইউসিএল অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এমবাপে, এন্ড্রিক এবং রুডিগারের গোলে স্টুটগার্টকে হারাল রিয়াল। অপরদিকে প্রথম ম্যাচেই ডায়নামো জাগরেবকে ছারখার করে দিল বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠে ডায়নামো জাগরেবকে একেবারে দুর্মুশ করে দিল বায়ার্ন মিউনিখ। ৯-২ গোলে বিরাট জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল বায়ার্ন। ম্যাচের প্রথম থেকেই ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে থাকে হ্যারি কেনরা। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন হ্যারি কেন। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন গুয়েরেইরো এবং ৩৮ মিনিটে গোল করেন অলিসে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল করে ম্যাচে ব্যবধান কমায় ডায়নামো জাগরেব। ৪৮ এবং ৫০ মিনিটে গোল করেন পেটকোভিচ ও ওগিওয়ারা। তার পর থেকে বায়ার্নকে আর ধরা সম্ভব হয়নি। আরও তিনটি গোল করেন হ্যারি কেন, এবং একাই এই ম্যাচে মোট চারটি গোল করেন তিনি। তার মধ্যে তিনটি গোল আসে পেনাল্টি থেকে। এছাড়াও একটি করে গোল করেন সানে এবং গোরেটজকাও। দুটি গোল করেন অলিসে। ইউসিএলের প্রথম ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে রেখেই শুরু করলো ভিনসেন্ট কোম্পানির দল।

চ্যাম্পিয়ন্স লিগে অন্যদিকে প্রথম ম্যাচেই জয় পেল রিয়াল। রিয়াল জিতল ৩-১ গোলে। শুরুর থেকেই খেলায় আধিপত্য তুলনামূলক বেশিই থাকে রিয়ালের। আক্রমণ প্রতিআক্রমণেই চলতে থাকে খেলা, কিন্তু প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই সাজঘরে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধের একদম শুরুর দিকে ৪৬ মিনিটে ইউসিএলে রিয়ালের হয়ে প্রথম গোলটি করে ফেলেন কিলিয়ান এমবাপে। তারপর ৬৮ মিনিটে উন্ডাভের গোলে সমতায় ফেরে স্টুটগার্ট। জয়ের লক্ষ্যে আক্রমণের চাপ বাড়ায় রিয়াল। তার ফলস্বরূপ ৮৩ মিনিটে আন্তোনিও রুদিগারের গোলে আবারও ম্যাচে এগিয়ে যায় তারা। অবশেষে সংযোজিত সময়ে এন্ড্রিকের করা গোল থেকে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শোনা যায় ইয়ামালকে দলে নিতে পিএসজি ২৩০০কোটি টাকার অফার করেছিল বার্সেলোনাকে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেয় কাতালান ক্লাব। আর সেই লামিন ইয়ামালের জোড়া গোলেই ম্যাচ জিতে লা লিগার শীর্ষেই বিরাজমান থাকল বার্সেলোনা। লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিরোনাকে হারাল বার্সেলোনা।

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবল তথা বার্সেলোনা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন ইয়ামাল। ইতিমধ্যেই ইউরো কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত মরশুমটা বার্সেলোনার খুব একটা ভালো যায়নি। মরসশুম শেষে কোচের পদ থেকে সরেছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জাভি। দ্বিতীয় স্থানে গত মরশুম শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকে তারা।

গত মরশুমে এই জিরোনার কাছে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল বার্সেলোনাকে। এবার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে বদলা নিল বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইয়ামাল। তারপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বক্সের ভেতর ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। এই গোলটি দেখামাত্রই সবার মনে পড়ে যায় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসির কথা।

ম্যাচের ৪৭ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ড্যানি ওলমো। চতুর্থ গোলটি করেন পেদ্রি ম্যাচের ৬৪ মিনিটে। জিরোনার স্টুয়ানি ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তার অনেকক্ষণ আগেই ম্যাচের ফলাফল করে দিয়েছিলেন কাতালানদের তরুণ খেলোয়াড়েরা।

ইতিমধ্যেই লামিনে ইয়ামল লা লিগার চারটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন। স্বভাবত তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকও। তাঁর পা থেকে আরও গোল দেখতে মুখিয়ে থাকবেন সারা বিশ্ব তথা বার্সেলোনা সমর্থকেরা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

প্রত্যাবর্তনে জোড়া গোল করলেন মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সরিয়ে ২ মাস বাদে মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর মাঠে নেমেই জোড়া গোল এল তাঁর পা থেকে। নিজেদের ঘরের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারাল ইন্টার মিয়ামি।

কোপা ফাইনালে চোটের পর সুস্থ হয়ে আবারও এমএলএসে ফিরলেন লিওনেল মেসি। আর ফিরেই নিজের হার না মানা মানসিকতা দেখালেন তিনি। জুন মাসের ১ তারিখ এমএলএসে শেষ ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর চোট থেকে ফেরত এসে পুরো ৯০ মিনিট তিনি খেললেন। মিয়ামির ঘরের মাঠে ফিলাডেলফিয়া, মাইকেল উরহের গোলে গোলে এগিয়ে যায়। যদিও বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেনি তারা। লুইজ সুয়ারেজের বাড়ানো বল থেকে ম্যাচের ২৬ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ঠিক তার কিছুক্ষণ পরেই ম্যাচের ৩০ মিনিটের মাথায় জর্দি আলবার বাড়ানো বল থেকে আবারও গোল করেন সেই মেসি। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির বাড়ানো বল থেকে গোল করে মিয়ামির জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ।

ইতিমধ্যেই লিগের ভালো জায়গায় রয়েছে মেসির দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পাওয়াতে তাদের খেলা যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।

Continue Reading

Trending