আইএসএল

ISL 2024/25: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় চাইছেন খালিদ জামিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি। ইতিমধ্যেই জামশেদপুর তাদের তিনটি ম্যাচের মধ্যে ছয় পয়েন্ট নিয়ে লীগ টেবিলের চার নম্বর স্থানে রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল এখনও তাদের প্রথম পয়েন্টের খোঁজে রয়েছে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল এবং ফুটবলার মোবাশির রহমান।

পরপর দুই ম্যাচে জয় পাওয়ার পর গত ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ হারতে হয় জামশেদপুরকে। সেই বিষয়ে তাদের কোচ খালিদ জামিল জানিয়েছেন, “গত ম্যাচে আমরা খুব একটা ভালো শুরু করতে পারিনি এবং আশানুরূপ ফল পাইনি। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সেই জায়গাটা শুধরে নিতে পারি।” অপরদিকে মরশুমের শুরুটা ইস্টবেঙ্গলের একদমই ভাল হয়নি। প্রথমে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হার এবং তারপর আইএসএলের প্রথম তিন ম্যাচেও হার দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের। তাঁর উপরে তাদের হেড কোচ কার্লেস কুয়াদ্রতও দল থেকে সরে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এখন দল সামলাচ্ছেন বিনো জর্জ। তবে এই লড়াইটা ভারতীয় ফুটবলের কাছে খুব উপভোগ্যের হবে কারণ কাল লড়াই হবে দুই ভারতীয় কোচের মগজাস্ত্রের। ইতিমধ্যেই বিগত তিন ম্যাচে জামশেদপুরকে হারাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। সেই বিষয়ে জামশেদপুর কোচকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি মনে করি প্রতিটা ম্যাচের গুরুত্ব ভিন্ন রকমের। তবে আমরা ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে ভাল ফুটবল খেলার চেষ্টা করব এবং ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার জন্যই ঝাঁপাব।”

অপরদিকে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মোবাশির রহমান তাদের খেলার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী। এবং তিনি সমর্থকদের জন্য জয় পেতেও মরিয়া। তিনি জানিয়েছেন, “আমরা প্রতিটা খেলায় জিততে চাই সমর্থকদের জন্য কারণ সেই জয়ের পেছনে তাদের সমর্থনের অনেকটা বড় ভূমিকা থাকে। আমরা ঘরের মাঠে খেলি বা বাইরের মাঠে, তাঁরা আমাদের নিরন্তর সমর্থন করেন। তাই আমরা চেষ্টা করব তাদেরকে জয় উপহার দেওয়ার।” এবারে দেখার ঘরের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়তে পারেন কিনা খালিদ জামিলের ছেলেরা। নাকি বিনো জর্জ পারবেন ইস্টবেঙ্গলকে জয়ের সরণীতে ফেরতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version