আইএসএল

অনুশীলনে চোট পেলেন কাদিরী। কতটা গুরুতর এই চোট?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে আইএসএল। সেই কারণে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলার তিন প্রধান। এরই মধ্যে চোটের কবলে পড়লেন মহামেডান স্পোর্টিংয়ের বিদেশি ফুটবলার আব্দুল কাদিরী মহম্মদ।

মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের খেলোয়াড় হলেও দরকারে রক্ষণকেও নেতৃত্ব দিতে পারেন তিনি।

গতকাল আইএসএল মিডিয়া ডে-তে মহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন “আমরা সব কিছুই নতুন ভাবে ভাবছি। কারণ আইএসএল আমাদের কাছে একটা নতুন লীগ, নতুন চ্যালেঞ্জ। যেখানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মত বড় দল রয়েছে। তাই আমরা সেই ভাবেই প্রস্তুত হচ্ছি।” আর এরই মাঝে চোটের খবর চিন্তায় রাখবে সাদা-কালো ব্রিগেডকে। ঘরের মাঠে অনুশীলন চলাকালীন পায়ে চোট পান কদিরী। একটি চলতি বলে ট্যাকেল করতে গিয়েই তার পায়ে চোট লাগে এবং সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেওয়া হয়। চোট কতটা গুরুতর সেটা এখনই বোঝা না গেলেও, ক্লাব কর্তারা আশাবাদী যে চোট খুব গুরুতর নয়। কালকে দলের ফিজিও তার চোটের জায়গা পরীক্ষা করে দেখবেন। তারপরেই স্থির হবে চোটের জায়গায় এমআরআই করতে হবে কিনা। যদি এমআরআই করতে হয় তাহলে সেই রিপোর্ট দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন কোচ এবং ক্লাব কর্তারা।

মরশুম শুরুর আগেই চোটের কারণে কিছুটা অসস্তিতে থাকবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version