ফুটবল
বাগানের নতুন হেড কোচ মোলিনা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – শেষ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ অনবদ্য গিয়েছিল মোহনবাগানের। প্রথমবারের জন্য লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আসন্ন মরশুমে তাদের লক্ষ্য আরও বড়। এবারে মোহনবাগান চাইছে এএফসি কাপে ভালো কিছু করতে। প্রসঙ্গত গত মরশুমে জুয়ান ফেরান্দো কোচ থাকাকালীন, গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। ফেরান্দোর অধীনে তাঁরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলেও, আইএসএলের প্রথম লেগের শেষ দিকে হঠাৎই খেই হারিয়ে ফেলেছিলেন শুভাশিস বোস, দিমিত্রি পেত্রাতোসরা। তারপরেই দ্বিতীয় লেগ শুরুর ঠিক আগেই, দায়িত্ব থেকে সরে দাঁড়ান ফেরান্দো এবং তাঁর জায়গায় দলের দায়িত্ব নেন আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর অধীনেই প্রথমবারের জন্য শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। যদিও ফাইনালে তাঁরা মুম্বই সিটি এফসির কাছে হার স্বীকার করে।
মরশুমের শেষ থেকেই শোনা যাচ্ছিল, শারীরিক কারণে আর কোচের পদে থাকতে চাইছেন না হাবাস। মঙ্গলবার তাতেই শিলমোহর পড়ল। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফ থেকে সন্ধ্যায় ঘোষণা করা হল, দলের নতুন হেড কোচ হচ্ছেন হোসে মোলিনা। প্রসঙ্গত এর আগেও কলকাতায় কোচিং করিয়েছেন মোলিনা। তবে সেই সময় তিনি এটিকের দায়িত্বে ছিলেন। সে সময় তাঁর অধীনে এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে মোহনবাগানের কোচ হয়ে কলকাতায় ফিরলেন তিনি।
প্রসঙ্গত এর আগে দীর্ঘদিন স্প্যানিশ ফুটবল সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করেছেন মোলিনা। এবারে সবুজ-মেরুন ব্রিগেডের দায়িত্ব নিয়ে তিনি বলছেন,”মোহনবাগান সুপার জায়েন্টের মতো দলের মত ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। আমি ক্লাবকে আরও অনেক সাফল্য এনে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।”