আইএসএল
ISL: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ মুহুর্তের গোলে হার বাঁচালো এফসি গোয়া
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি। সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করতে হলে জিততে হত পাঞ্জাবকে। কিন্তু দুবার এগিয়ে গিয়েই তিন পয়েন্ট নিতে ব্যর্থ পাঞ্জাব। ঘরের মাঠে এফসি গোয়ার সাথে ৩-৩ গোলে ড্র করল তারা। তবে চলতি আইএসএলের দ্বিতীয় লেগে নিজেদের বদলে ফেলেছে পাঞ্জাব এফসি। এদিন শুরুতেই পিছিয়ে পড়েছিল তারা। কার্ল ম্যাকহিউর গোলে ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় এফসি গোয়া। গোল পরিশোধ করতে পাঞ্জাবের সময় লাগলো ৫৪ মিনিট।
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডন গিলের গোলে সমতায় ফেরে পাঞ্জাব এফসি। গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তাঁরা। ৬১ মিনিটে লুকা ম্যাজেনের গোলে এগিয়ে যায় পাঞ্জাব। যদি সেই অগ্রগমণ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭২ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় গোয়া। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নোয়া সাদিউ। মাত্র ছয় মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় পাঞ্জাব এফসি। এবার পাঞ্জাবের পক্ষে গোল করেন জুয়ান মেরা। খেলার ফলাফল যখন পাঞ্জাব এফসির পক্ষে ৩-২, ঠিক তখন কার্লোস মার্টিনেজের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে মানোলো মার্কুয়েজের দল। খেলায় আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্টেই খুশি থাকতে হল পাঞ্জাবকে।