আইএসএল
ISL: ঘরের মাঠে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ কেরালার ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করলেন গুরপ্রীত সিং সান্ধুরা। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল কেরালা। তবে প্রথমার্ধের শেষ দিকে খেলার রাশ নিজেদের দিকে টেনে নেন বেঙ্গালুরুর ফুটবলাররা। সুনীল ছেত্রীকে ছাড়াই কেরালার ঘরে মাঠে আইএসএল অভিযান শুরু করল বেঙ্গালুরু এফসি।
ম্যাচের প্রথমার্ধে দু’পক্ষই সমান সমান আধিপত্য বজায় রেখেছিল। ম্যাচের প্রথম ২৫ মিনিট কেরালা ব্লাস্টার্সের হলে, বাকি ২০ মিনিট কিন্তু বেঙ্গালুরুর ছিল। ২৫ মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় কেরালা ব্লাস্টার্স এফসি। যদিও সেই ফ্রি কিক থেকে কাজের কাজটা করে উঠতে পারেনি কেরালা। ডাইসুকু যখন ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকছিলেন তাকে অবৈধ ভাবে ফাউল করেন জেসেল। পেনাল্টির আবেদন উঠলেও রেফারি সেই আবেদন নাকচ করে দেন। যদিও ফ্রি কিকের সময় আবারও দানিশের জার্সি টানার বিরুদ্ধে পেনাল্টির আবেদন করেন কেরালার ফুটবলাররা। সেকথায় কর্ণপাত করেননি রেফারি রাহুল গুপ্তা। এরপর হঠাৎই খেলায় ফেরে বেঙ্গালুরু এফসি। কেরালার রক্ষণে একের পর এক বল আছড়ে পড়ে। যদিও প্রবীর-প্রিতম দুই বঙ্গ তনয়ের তৎপরতায় কেরালার দূর্গ অক্ষুণ্ণ থাকে। রোশানের অতর্কিত শটে শচিন পরাস্ত হলে অবাক হওয়ার কিছু ছিলনা। যদিও সে যাত্রায় রক্ষা পান কেরালার গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলা থেকে একেবারেই হারিয়ে গেল সুনীলহীন বেঙ্গালুরু। রক্ষণভাগের ভুলে দুটি গোল হজম করতে হল তাদের। ম্যাচের বয়স তখন ৫১ মিনিট। পেপ্রাহর শট গুরপ্রীতের হাত ছুঁয়ে কর্ণার হয়। কর্ণার থেকে উড়ে আসা দুর্বল ক্রস নিজেদের গোলে ঠেলে দেন বেঙ্গালুরুর ফুটবলার কেজিয়া। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসি। কেরালার দ্বিতীয় গোলটি এল গুরপ্রীতের ভুলে। স্লাভকো ডামজানোভিচের ব্যাক পাস করা বল পাস দিতে গিয়ে ভুল করে বসেন তিনি। তার পা থেকে বল কেড়ে নিয়ে সহজ গোল করে গেলেন আদ্রিয়ান লুনা। রেগুলেশন টাইমের একেবারে শেষ মুহুর্তে বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমান কার্টিস মেন। ঘরের মাঠে অনবদ্য ফুটবল প্রদর্শন করল কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা। ২-১ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করল ইভান ভুকোমানোভিচের দল।