আইএসএল
ISL Final: চোটের কারণে ফাইনাল নাও খেলতে পারেন কেরালা ব্লাস্টার্সের এই তারকা ফুটবলার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এবং হায়দ্রাবাদ এফসি। যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন আইএসএল এবার পাবে এক নতুন চ্যাম্পিয়ন। তার উপরে দীর্ঘ দুই বছর পরে এই প্রথম ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন দর্শকরা। আর সে কারণে এই ফাইনাল ম্যাচটি নিয়ে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। যদিও এর মাঝেই খারাপ খবর এসে পৌঁছেছে কেরালা ব্লাস্টার্স শিবিরে। চোটের কারণে হয়তো ফাইনালে মাঠে নামতে পারবেন না তাদের এই মরশুমের অন্যতম সেরা অস্ত্র সাহাল আব্দুল সামাদ।
চলতি মরশুমে কেরালার হয়ে ছয় গোল করে দারুণ ফর্মে রয়েছেন সাহাল। দল যে এবারে ফাইনালে উঠতে পেরেছে তার পিছনে বড় ভূমিকা রয়েছে তার। সেমিফাইনালের প্রথম লেগে কেরালা যে শিল্ড চ্যাম্পিয়ন জামশেদপুর এফসিকে ১-০ গোলে হারিয়েছিল, সেই ম্যাচে গোল করে দলকে জিতিয়েছিলেন সাহাল। তবে দ্বিতীয় লেগ খেলার আগে তার হ্যামস্ট্রিংয়ে অল্প টান লাগায় তাকে বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার দেখা যাচ্ছে সেই হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। জানা যাচ্ছে যে শুক্রবার পর্যন্ত সাহাল কোনরকম অনুশীলনে অংশ নেননি, ফলে তার ফাইনাল খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
একটি দৈনিক সংবাদপত্রে কেরালা ব্লাস্টার্সের এক সূত্র জানিয়েছেন,”সাহাল শুক্রবার মাঠে উপস্থিত থাকলেও কোনরকম অনুশীলন করেননি। সকলেই উদ্বেগে আছেন যে ওর হয়তো কোন পেশি ছিঁড়েছে, যেটি ঠিক হতে অন্তত সপ্তাহ খানেক সময় লাগবে। চোটটি পাওয়ার পরে বেশ কয়েক দিন কেটে গেলেও সাহাল তারপর থেকে অনুশীলন করেননি। তার চোটের বিষয় শনিবার আরো নিশ্চিত ভাবে জানা যাবে। তবে তার মাঠে নামার সম্ভাবনা বেশ কম।”