আইএসএল

ISL 2023/24: হাড্ডাহাড্ডি ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান…

Published

on

সৌমজিৎ দে ও শুভম মন্ডল, জামশেদপুর: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের অল উইন রেকর্ড বজায় রাখল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। জামশেদপুরের জিআরডি স্পোর্টস কমপ্লেক্সে প্রায় কুড়ি হাজার দর্শকের সমর্থনও জেতাতে পারল না জামশেদপুরের দলটিকে। উপভোগ্য একটি ম্যাচে প্রতিপক্ষ দলটিকে ৩-২ গোলে হারাল জোয়ান ফেরান্দো ব্রিগেড। যদিও এই ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তর সম্মুখীন না হলে মোহনবাগান তাদের গোল পার্থক্য অবশ্যই বাড়াতে পারত। 

এই ম্যাচে যদিও শুরুটা একেবারেই ভাল হয়নি সবুজ মেরুন ব্রিগেডের। দলে যে আনোয়ার আলি কতটা গুরুত্বপূর্ণ, সেটা তিনি না থাকাতেই পেরেছে গোটা মোহনবাগান দল। ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট, গোলরক্ষক বিশাল কাইথের ভুলে গোল খেয়ে বসে  মোহনবাগান। একটি প্রায় নির্বিষ বল, যা খুব সহজেই ক্লিয়ার করতে পারতেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, তাকে সেটি করতে না দিয়ে গোল ছেড়ে বেরিয়ে আসেন বিশাল। তিনি বলের বাউন্স মিস করতেই, সেই সুযোগ কাজে লাগিয়ে জামশেদপুরের হয়ে গোল করে যান সানান মহম্মদ। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। এই ম্যাচে মোহনবাগান দলের সাথে আসেননি জেসন কামিন্স এবং হুগো বুমোস, তাই সহজেই প্রথম একাদশে জায়গা পান আর্মান্দো সাদিকু। তার গোলেই ২৯ মিনিটে সমতায় ফেরে মোহনবাগান। মনবীর সিংকে বক্সের মধ্যে দারুন থ্রু বাড়ান সাহাল আব্দুল সামাদ, তারপরে মনবীরের ক্রস থেকেই গোল করে যান সাদিকু। খেলার প্রথমার্ধেই আবার এগিয়ে যেতে পারত মোহনবাগান, যদি না সাদিকু ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট না করতেন। মোহনবাগানের হাফ থেকে তাকে দারুন একটি বল বাড়ান সেই সাহাল, কিন্তু সাদিকু গোলরক্ষককে একা সামনে পেয়েও তার হাতে বল জমা করে দেন। এরপরে প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি হলেও আর কোনও দল গোল করতে পারেনি এবং প্রথমার্ধ ১-১ ফলাফলে শেষ হয়।

এরপর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। যার ফল খেলা শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে একটি বল পেয়ে নিজের দারুণ স্কীলের নৈপুণ্য দেখিয়ে মোহনবাগানকে দারুন গোল করে এগিয়ে দেন লিস্টন কোলাসো। এরপর খেলার ৬৫ মিনিটের মাথায় রেফারি যদি মোহনবাগানকে অ্যাডভান্টেজ দিতেন খেলার ফলাফল তখনই ৩-১ হয়ে যায়। সেই সময় মোহনবাগানের হয়ে আক্রমণে গিয়েছিলেন সাহাল আব্দুল সামাদ, তাকে আটকাতে গিয়ে বক্সের বাইরে ফাউল করে বসেন, জামশেদপুর গোলরক্ষক রেহেনেশ টিপি। রেফারি যদি সেই সময় মোহনবাগানকে অ্যাডভান্টেজ দিতেন, তাহলে সাদিকু যে তৎক্ষণাৎ বলটি গোলে রাখেন, সেটি মোহনবাগানের তিন নম্বর গোল হয়। তবে রেফারি তা না করে, ফাউল দেন এবং লাল কার্ড দেখান রেহেনশকে। এরপর ৭৩ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামেন কিয়ান নাসিরি আর নেমেই বহুদিন পরে আইএসএলে গোল পেলেন তিনি। ৮০ মিনিটে মোহনবাগানের তৃতীয় গোলটি করেন তিনি। যদিও এরপরেও নাটক বাকি ছিল। ৮৬ মিনিটে বক্সের ভিতরে বিপক্ষের প্লেয়ারকে ফাউল করেন বাগান ডিফেন্ডার হেক্টর ইউস্তে। ন্যায্য পেনাল্টি দেন রেফারি, এবং সেখান থেকেই গোল করেন পরিবর্ত হিসেবে নাম স্টিভ অ্যাম্বরি। এই ম্যাচে এরপর আর কোনও গোল না হলেও, শেষ কয়েক মিনিট মোহনবাগান ডিফেন্সে মুহুর মুহুর আক্রমণ তোলে জামশেদপুর। অতিরিক্ত সময় জামশেদপুর ফুটবলারের একটি শট পোস্টে লেগেও ফিরে আসে। তখন গোটা বাগান ডিফেন্সকে দিশেহারা লাগছিল। যদিও এরপরেও মোহনবাগানের জয় আটকায়নি এবং ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের রইল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version