Connect with us

আইএসএল

ISL 2023/24: হাড্ডাহাড্ডি ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান…

Published

on

সৌমজিৎ দে ও শুভম মন্ডল, জামশেদপুর: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের অল উইন রেকর্ড বজায় রাখল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। জামশেদপুরের জিআরডি স্পোর্টস কমপ্লেক্সে প্রায় কুড়ি হাজার দর্শকের সমর্থনও জেতাতে পারল না জামশেদপুরের দলটিকে। উপভোগ্য একটি ম্যাচে প্রতিপক্ষ দলটিকে ৩-২ গোলে হারাল জোয়ান ফেরান্দো ব্রিগেড। যদিও এই ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তর সম্মুখীন না হলে মোহনবাগান তাদের গোল পার্থক্য অবশ্যই বাড়াতে পারত। 

এই ম্যাচে যদিও শুরুটা একেবারেই ভাল হয়নি সবুজ মেরুন ব্রিগেডের। দলে যে আনোয়ার আলি কতটা গুরুত্বপূর্ণ, সেটা তিনি না থাকাতেই পেরেছে গোটা মোহনবাগান দল। ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট, গোলরক্ষক বিশাল কাইথের ভুলে গোল খেয়ে বসে  মোহনবাগান। একটি প্রায় নির্বিষ বল, যা খুব সহজেই ক্লিয়ার করতে পারতেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, তাকে সেটি করতে না দিয়ে গোল ছেড়ে বেরিয়ে আসেন বিশাল। তিনি বলের বাউন্স মিস করতেই, সেই সুযোগ কাজে লাগিয়ে জামশেদপুরের হয়ে গোল করে যান সানান মহম্মদ। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। এই ম্যাচে মোহনবাগান দলের সাথে আসেননি জেসন কামিন্স এবং হুগো বুমোস, তাই সহজেই প্রথম একাদশে জায়গা পান আর্মান্দো সাদিকু। তার গোলেই ২৯ মিনিটে সমতায় ফেরে মোহনবাগান। মনবীর সিংকে বক্সের মধ্যে দারুন থ্রু বাড়ান সাহাল আব্দুল সামাদ, তারপরে মনবীরের ক্রস থেকেই গোল করে যান সাদিকু। খেলার প্রথমার্ধেই আবার এগিয়ে যেতে পারত মোহনবাগান, যদি না সাদিকু ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট না করতেন। মোহনবাগানের হাফ থেকে তাকে দারুন একটি বল বাড়ান সেই সাহাল, কিন্তু সাদিকু গোলরক্ষককে একা সামনে পেয়েও তার হাতে বল জমা করে দেন। এরপরে প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি হলেও আর কোনও দল গোল করতে পারেনি এবং প্রথমার্ধ ১-১ ফলাফলে শেষ হয়।

এরপর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। যার ফল খেলা শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে একটি বল পেয়ে নিজের দারুণ স্কীলের নৈপুণ্য দেখিয়ে মোহনবাগানকে দারুন গোল করে এগিয়ে দেন লিস্টন কোলাসো। এরপর খেলার ৬৫ মিনিটের মাথায় রেফারি যদি মোহনবাগানকে অ্যাডভান্টেজ দিতেন খেলার ফলাফল তখনই ৩-১ হয়ে যায়। সেই সময় মোহনবাগানের হয়ে আক্রমণে গিয়েছিলেন সাহাল আব্দুল সামাদ, তাকে আটকাতে গিয়ে বক্সের বাইরে ফাউল করে বসেন, জামশেদপুর গোলরক্ষক রেহেনেশ টিপি। রেফারি যদি সেই সময় মোহনবাগানকে অ্যাডভান্টেজ দিতেন, তাহলে সাদিকু যে তৎক্ষণাৎ বলটি গোলে রাখেন, সেটি মোহনবাগানের তিন নম্বর গোল হয়। তবে রেফারি তা না করে, ফাউল দেন এবং লাল কার্ড দেখান রেহেনশকে। এরপর ৭৩ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামেন কিয়ান নাসিরি আর নেমেই বহুদিন পরে আইএসএলে গোল পেলেন তিনি। ৮০ মিনিটে মোহনবাগানের তৃতীয় গোলটি করেন তিনি। যদিও এরপরেও নাটক বাকি ছিল। ৮৬ মিনিটে বক্সের ভিতরে বিপক্ষের প্লেয়ারকে ফাউল করেন বাগান ডিফেন্ডার হেক্টর ইউস্তে। ন্যায্য পেনাল্টি দেন রেফারি, এবং সেখান থেকেই গোল করেন পরিবর্ত হিসেবে নাম স্টিভ অ্যাম্বরি। এই ম্যাচে এরপর আর কোনও গোল না হলেও, শেষ কয়েক মিনিট মোহনবাগান ডিফেন্সে মুহুর মুহুর আক্রমণ তোলে জামশেদপুর। অতিরিক্ত সময় জামশেদপুর ফুটবলারের একটি শট পোস্টে লেগেও ফিরে আসে। তখন গোটা বাগান ডিফেন্সকে দিশেহারা লাগছিল। যদিও এরপরেও মোহনবাগানের জয় আটকায়নি এবং ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের রইল তারা।

আইএসএল

নতুন মরশুমের জার্সি উন্মোচন মহামেডানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল ২০২৪-২৫ মরশুমের জন্য নতুন জার্সি প্রকাশ্যে আনলো মহামেডান স্পোর্টিং ক্লাব। শহরের এক পাঁচ তাঁরা হোটেলে উন্মোচিত হলো নতুন জার্সি।

মহামেডান সিনিয়র দলের খেলোয়াড়, কোচ সহ উপস্থিত ছিলেন রিজার্ভ দলের খেলোয়াড়রাও। এছাড়াও উপস্থিত ছিলেন স্রাচি গ্রুপের কর্ণধার মিস্টার রাহুল টোডি। এই আয়োজনের কেন্দ্রবিন্দু শুধুমাত্রই জার্সি উন্মোচন ছিলনা, ছিল খেলোয়াড় এবং কোচেদের মধ্যে বাড়তি উদ্দীপনার প্রসার ঘটানোর লক্ষ্য। যাতে আসন্ন আইএসএলে তারা ভালো ফুটবল উপহার দিতে পারে।

গতবছর আইলিগ জিতে, এই বছর মহামেডান প্রথমবারের জন্য আইএসএল খেলতে মাঠে নামবে। তাদের প্রথম ম্যাচ ১৬ তারিখ। প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড এফসি। এবারে দেখার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমে নিজেদের কতটা মেলে ধরতে পারে কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং।

Continue Reading

আইএসএল

নতুন স্পনসর পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন মরসুমের জন্য স্পনসর পেল নর্থইস্ট ইউনাইটেড। ২০২৭ সাল পর্যন্ত আটারাক্সিয়া ফার্মা প্রাইভেট লিমিটেড স্পনসর হিসেবে যুক্ত হল নর্থইস্টের সঙ্গে। মূলত এটিএক্স এবং ডিগনিটি হেলথ এই দুই ব্র্যান্ড কাজ করবে আটারাক্সিয়া ফার্মার।

মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ জিতেছে নর্থইস্ট। এটাই তাদের প্রথম ট্রফি জয়। তারপরই তারা পেল নতুন স্পনসর। আটারাক্সিয়া ফার্মা মূলত স্বাস্থ্য ও পুষ্টিগত দিক থেকে খেলোয়াড়দের সুস্থ থাকতে সাহায্য করবে।

এই চুক্তির পর দলের মালিক জন আব্রাহাম বলেন, “আমরা খুবই খুশি আটারাক্সিয়া ফার্মার সঙ্গে কাজ করতে পেরে। আশা রাখছি এর থেকে আমরা ভবিষ্যতে মাঠে ও মাঠের বাইরেও অনেক উন্নতি করতে পারব।”

ক্লাবের সিইও মান্দার তামহানে বলেন, “আটারাক্সিয়া ফার্মা শুধুই মাঠে নয় মাঠের বাইরেও আমাদের দলকে অনেক সাহায্য করবে।”

Continue Reading

আইএসএল

চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগস্ট মাসে ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘ ৫ বছরের চুক্তিতে সই করার পরেও আইএসএলের প্রথমের দিকে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলি।

শুধুই নির্বাসন নয়। পিএসসি থেকে জানানো হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ্য টাকার জরিমানাও দিতে হবে তার পুরোনো ক্লাব মোহনবাগানকে। যদিও সেই জরিমানা আনোয়ার সহ ইস্টবেঙ্গল ও দিল্লী এফসিকেও যৌথভাবে মেটাতে হবে বলে রায় দিয়েছে পিএসসি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লী এফসি আগামী দুটি মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী দুটি মরশুম নতুন কোনও ফুটবলার সই করাতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব দুটি।

তবে জানা যাচ্ছে এই বিষয়ে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আনোয়ার এই সিদ্ধান্তের জন্য ফিফার কাছেও আবেদন করতে পারেন বলেই জানা যাচ্ছে। এবারে দেখার কত দ্রুত এই সমস্ত বিষয় সমাধান করে মাঠে ফিরতে পারেন আনোয়ার আলি।

Continue Reading

Trending