আইএসএল
ISL 2023/24: রেফারির দাক্ষিণ্যে কান্তিরাভায় ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসি…
শুভম মন্ডল, বেঙ্গালুরু: রেফারির দাক্ষিণ্যে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে কান্তিরাভা স্টেডিয়ামে এই ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের প্রথম জয় পেল বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর হয়ে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী এবং জাভি হার্নান্ডেজ।
এদিন প্রথমার্ধে আগের দুই ম্যাচের তুলনায় অনেকটাই সম্প্রতিভ দেখা যায় ইস্টবেঙ্গলের মাঝমাঠকে। সেই মাঝমাঠ থেকেই দারুন একটি বল নাওরেম মহেশ সিং এর উদ্দেশ্যে বাড়ান নন্দকুমার। সেই বল ধরে দুজন ফুটবলারকে অনায়াসে কাটিয়ে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে বোকা বানিয়ে গোল করে যান মহেশ। ম্যাচের বয়স তখন ১৫ মিনিট, ১-০ গোলে এগিয়ে যায় কার্লেস কুয়াদ্রাত ব্রিগেড।
যদিও ইস্টবেঙ্গলের সেই এগিয়ে থাকা বেশিক্ষণ বজায় থাকেনি। ২১ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। যদিও সেই পেনাল্টি নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কারণ রিপ্লেতে দেখা যায় মান্দার রাও দেশাই সুনীলকে না ছুঁলেও, তিনি দেহ বক্সের মধ্যে ছুঁড়ে দিয়ে পেনাল্টি আদায় করেন, এবং সেখান থেকে তিনি গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের তিন ফুটবলার বোরহা হেরেরা, নিশু কুমার এবং মহিষ হলুদ কার্ড দেখেন।
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। নন্দকুমার গোলের সামনে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন। এরপর ৬১ মিনিটের মাথায় নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। এদিন রেফারি যেন বেঙ্গালুরুকে পুরো পয়েন্ট পাইয়ে দেওয়ার জন্যই মাঠে এসেছিলেন। এরপরেই খেলার গতির বিরুদ্ধেই ৭২ মিনিটের মাথায় দুরন্ত বাইসাইকেল কিকে বেঙ্গালুরুর হয়ে জয়সূচক গোলটি করেন জাভি। ইস্টবেঙ্গল বহু চেষ্টা করেও, শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি এবং এ দিনের ম্যাচ তাদের হেরেই মাঠ ছাড়তে হয়।