আইএসএল
ISL 2023/24: ইস্টবেঙ্গলের কাছে যুবভারতীতে ৫-০ গোলে উড়ে গেল নর্থইস্ট…
সৌম্যজিৎ দে: টানা চার ম্যাচ জয়হীন থাকার পরে অবশেষে জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। আজকের ম্যাচের পরে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি আইএসএলের ইতিহাসে এটিই হল ইস্টবেঙ্গলের সবথেকে বড় জয়। বেশ কয়েক ম্যাচ পরে এদিন দলে ফিরেছিলেন বোরহা হেরেরা। আর ফিরেই ১৪ মিনিটে নিজের সেই ম্যাজিক দেখালেন তিনি, যার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে এই মরশুমে সই করিয়েছিল। বিষ্ণুর থেকে বল পেয়ে, বক্সের বাইরে থেকে বাঁ পায়ের অনবদ্য শটে গোল করে যান এই স্প্যানিশ মিডফিল্ডার। গোলরক্ষক কোন সুযোগই পাননি বল আটকানোর। তারপর থেকে ইস্টবেঙ্গলের মুহুর্মুহু আক্রমণ, এবং যার ফল স্বরূপ প্রথমার্ধে আরও একবার ভেঙ্গে যায় নর্থইস্ট ডিফেন্স। খেলার তেইশ মিনিটের মাথায়, মান্দার রাও দেশাইয়ের মাপা ক্রসে মাথা ঠেকিয়ে গোল করে যান ক্লেইটন সিলভা। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-০ গোলে। এরপর যদিও নর্থইস্ট দু-একটি সুযোগ পেলেও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
প্রথমার্ধ যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয়ার্ধে ঠিক সেখান থেকেই শুরু করে লাল-হলুদ ব্রিগেড। শুরুতেই পরিবর্ত হিসেবে নাম নন্দকুমার শেকর ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন। যদিও ৬২ মিনিটে তার গোলেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে মহেশের মাপা ক্রস থেকে গোল করে যান নন্দ। এর ঠিক ৪ মিনিটের মাথায়, এবারে বাঁ দিক থেকে নন্দকুমারের বাড়ানো বল থেকে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন অধিনায়ক ক্লেইটন সিলভা। ৮১ মিনিটে আরও একটি গোল করে দলের গোলের ব্যবধান ৫-০ করেন নন্দ। মহেশের বাড়ানো বল থেকে এদিন নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হয় নর্থইস্ট। দীর্ঘদিন পরে ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের কাছে এখন চিন্তার বিষয় একটাই। বোরজা এবং খাবরার চোট।