আইএসএল
ISL 2021/22: লিগ শীর্ষে শেষ করে শিল্ড জেতাই লক্ষ্য এটিকে মোহনবাগান হেড কোচ জুয়ান ফেরান্দোর…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ একেবারে তার শেষ পর্যায়ে চলে এসেছে। আর কলকাতার দল এটিকে মোহনবাগান বর্তমানে লিগের চার ম্যাচ বাকি থাকতে এই মুহূর্তে রয়েছে তৃতীয় স্থানে। বৃহস্পতিবার এবারে তারা মুখোমুখি হবে ওড়িশা এফসির। রয় কৃষ্ণারা যদি এই ম্যাচ জিততে পারেন তবে তাদের শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। যদিও দলের হেড কোচ জুয়ান ফেরান্দোর লক্ষ্য হল শুধু শেষ চার নয়, বাকি ম্যাচগুলোতে জিতে লিগ শীর্ষে শেষ করা।
তবে ফারান্দোর লক্ষ্যে সবথেকে বড় সমস্যা হল তার দলের ফুটবলারদের চোট আঘাত। বর্তমানে তার দলের বেশিরভাগ বিদেশি চোটে আক্রান্ত। সেই তালিকায় রয়েছেন তার দলের সবথেকে নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার রয় কৃষ্ণা। বিদেশিদের চোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার ফেরান্দো বলেন,”আমি জানি ওরা সবাই একশ শতাংশ প্রস্তুত নয়। চোট থেকে সেরে ওঠা হল একটা প্রক্রিয়া। ধাপে ধাপে সকলেই সুস্থ হয়ে উঠছে, তবে হ্যাঁ কয়েকজন এখনও একশ শতাংশ ফিট নয়।”
ওড়িশা এফসির বিরুদ্ধে কৃষ্ণা কি পুরো ম্যাচে খেলতে পারবেন এই প্রশ্নের উত্তরে এটিকে মোহনবাগান হেড কোচ বলেন,”দেখুন কৃষ্ণার চোটটা খুবই গুরুতর ছিল। আমরা ওকে এখন প্রথমে ২০ মিনিট, আর তারপর ধীরে ধীরে ৪৫-৬০ মিনিট খেলানোর পরে ৯০ মিনিট খেলানোর ভাবনা ভাবব। এটাই একজন ফুটবলারকে চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলার প্রক্রিয়া। তবে হ্যাঁ মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, যেখানে পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন করতে হয়। তবে আমার কাছে রয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই উইলিয়ামস, কার্লও। আশা করি ক্রমশ ওদের পারফরম্যান্স ভাল হবে।”
গত ম্যাচে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার লিস্টন কোলাসোকে তেমন ছন্দে দেখা যায়নি। তার কোনও শারীরিক সমস্যা আছে কিনা প্রশ্ন করা হলে ফেরান্দো বলেন,”ওর কোনও শারীরিক সমস্যা নেই। গত তিন সপ্তাহে লিস্টন ৬-৭টা ম্যাচ খেলেছে এবং তার ফলে ক্লান্তি আসতে বাধ্য। এটা সকলের সমস্যা। লিস্টন বর্তমানে ১০০ শতাংশ দেওয়ার মত তৈরী নয়। ওই জায়গায় মাইকেল সুসাইরাজকে খেলানোর চেষ্টা চলছে। তবে ওকেও বিভিন্ন চোট সারানোর প্রক্রিয়া পেরিয়ে আসতে হয়েছে। এই পজিশনে লিস্টন ও সুসাইকেই খেলানো যেতে পারে। সুসাইয়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। লিস্টন ক্লান্ত হলে ওকে সুযোগ দেওয়া যেতে পারে। অনুশীলনে যদি দেখি সুসাই ভাল খেলছে, তা হলে ওকে নামাতে পারি। কেউ টানা খেলে গেলে মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।”