আন্তর্জাতিক ফুটবল
মেসির দুরন্ত গোল, পেনাল্টি শ্যুটআউটে নাশভিলকে হারিয়ে লিগস কাপ জিতল ইন্টার মিয়ামি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন সদ্য। আর তারপর ঘটালেন ম্যাজিক। স্বপ্ন সফল হল ডেভিড বেকহ্যামের। লিওনেল মেসির হাত ধরে প্রথম ট্রফি জিতল ইন্টার মিয়ামি।
পিএসজি থেকে ফ্লোরিডায় এসেছিলেন মেসি। আর এখানেও সেই চেনা ছন্দে ফুটবলের জাদুকরক। আমেরিকার সময়ে শনিবার রাতে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। ফাইনালের শুরু থেকেই মেসির নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মিয়ামি। একাধিক বার গোল করার সুযোগও আসে দুই দলের কাছেই। কিন্তু যথাযথভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। ম্যাচের ২৩ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শটে বল জড়িয়ে যায় জালে। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি এই ফলাফল। ৫৭ মিনিটে কর্নার থেকে মুক্তারের ভাসানো বলে মাথা ছুঁইয়ে অনবদ্য গোল করে ম্যাচে সমতা ফেরান ফাফা। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল করতে পারেনি দু পক্ষই। আমেরিকার লিগস কাপে অতিরিক্ত সময় বলে কিছু নেই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টস জিতে প্রথম শট নেন মেসি এবং গোল করেন অনায়াসেই। ন্যাশভিল এর দ্বিতীয় শট রুখে দেয় গোলরক্ষক ক্যালেন্ডার। তবে এগিয়ে গেলেও খুব একটা সুবিধা হয়নি। পঞ্চম শট মিস করে মিয়ামি। ৪-৪ ফলের শেষ হয় টাইব্রেকার। খেলা চলে যায় সাডেন ডেথে। ৯-৯ হওয়ার পর দলের হয়ে শট নেন ক্যালেন্ডার। এবং সবশেষে ১০-৯ ফলাফলে ফাইনাল জিতে নেয় ইন্টার মিয়ামি।