আন্তর্জাতিক ফুটবল

বিদায় ইন্টার মায়ামির। মেজর লিগ সকার প্লেঅফের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেজর লিগ সকারের প্রথম প্লেঅফে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় প্লেঅফে আবার পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসিদের। অপরদিকে সেই দুই ম্যাচেই মেসির পা থেকে কোনও গোল আসেনি। তবে শনিবার তৃতীয় প্লেঅফে আটলান্টার বিরুদ্ধে গোল পেলেও, ২-৩ ব্যবধানে ম্যাচ হারতে হয় লিওনেল মেসিদের। যার ফলে মেজর লিগ সকারের প্লেঅফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল ইন্টার মায়ামি।

প্রথম প্লেঅফে জয় পেলেও, দ্বিতীয় প্লেঅফে হারতে হয়েছিল ইন্টার মায়ামিকে। যার ফলে শনিবার তৃতীয় প্লেঅফে মুখোমুখি হয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন লিওনেল মেসিরা। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দেয় সকল মায়ামি ফুটবলাররা। তবে আক্রমণ চালায় আটলান্টা ইউনাইটেডের ফুটবলাররাও। আক্রমণ প্রতিআক্রমনের খেলায় ম্যাচের ১৭ মিনিটে, মাতিয়াস রাজোস গোল করে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। কিন্তু তার পরেই ঘটে ছন্দপতন। ম্যাচের ১৯ এবং ২১ মিনিটে জামাল থিয়ারে পরপর দুটি গোল করে এগিয়ে দেন আটলান্টাকে। তার পরেও গোল করতে তৎপর হয়ে ওঠে মায়ামি ফুটবলাররা। তবে প্রথমার্ধের শেষে ১-২ গোলেই পিছিয়ে থাকে তাঁরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা চালিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে তিনটি ফুটবলার পরিবর্তন করেন ইন্টার মায়ামি কোচ জেরার্ড মার্তিনো। এই পরিবর্তনের ফলে খেলার গতি আরও বেরে যায় মায়ামি দলের। এর সুবাদেই ম্যাচের ৬৫ মিনিটে, মার্সেলো ভাইগান্টের বাড়ানো ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। টানা দুই ম্যাচ বাদে এই ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে শেষরক্ষা হলোনা। ম্যাচের ৭৬ মিনিটে বার্তোজ সিলজের গোলে ম্যাচ জিতে যায় আটলান্টা। এরই সঙ্গে মেজর লিগ সকারের প্লেঅফ পর্ব থেকে বিদায় ঘটল ইন্টার মায়ামির। অপরদিকে সেমিফাইনালে, আটলান্টার বিরুদ্ধে মুখোমুখি হবে অরল্যান্ডো সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version