আন্তর্জাতিক ফুটবল
বিদায় ইন্টার মায়ামির। মেজর লিগ সকার প্লেঅফের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেজর লিগ সকারের প্রথম প্লেঅফে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় প্লেঅফে আবার পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসিদের। অপরদিকে সেই দুই ম্যাচেই মেসির পা থেকে কোনও গোল আসেনি। তবে শনিবার তৃতীয় প্লেঅফে আটলান্টার বিরুদ্ধে গোল পেলেও, ২-৩ ব্যবধানে ম্যাচ হারতে হয় লিওনেল মেসিদের। যার ফলে মেজর লিগ সকারের প্লেঅফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল ইন্টার মায়ামি।
প্রথম প্লেঅফে জয় পেলেও, দ্বিতীয় প্লেঅফে হারতে হয়েছিল ইন্টার মায়ামিকে। যার ফলে শনিবার তৃতীয় প্লেঅফে মুখোমুখি হয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন লিওনেল মেসিরা। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দেয় সকল মায়ামি ফুটবলাররা। তবে আক্রমণ চালায় আটলান্টা ইউনাইটেডের ফুটবলাররাও। আক্রমণ প্রতিআক্রমনের খেলায় ম্যাচের ১৭ মিনিটে, মাতিয়াস রাজোস গোল করে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। কিন্তু তার পরেই ঘটে ছন্দপতন। ম্যাচের ১৯ এবং ২১ মিনিটে জামাল থিয়ারে পরপর দুটি গোল করে এগিয়ে দেন আটলান্টাকে। তার পরেও গোল করতে তৎপর হয়ে ওঠে মায়ামি ফুটবলাররা। তবে প্রথমার্ধের শেষে ১-২ গোলেই পিছিয়ে থাকে তাঁরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা চালিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে তিনটি ফুটবলার পরিবর্তন করেন ইন্টার মায়ামি কোচ জেরার্ড মার্তিনো। এই পরিবর্তনের ফলে খেলার গতি আরও বেরে যায় মায়ামি দলের। এর সুবাদেই ম্যাচের ৬৫ মিনিটে, মার্সেলো ভাইগান্টের বাড়ানো ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। টানা দুই ম্যাচ বাদে এই ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে শেষরক্ষা হলোনা। ম্যাচের ৭৬ মিনিটে বার্তোজ সিলজের গোলে ম্যাচ জিতে যায় আটলান্টা। এরই সঙ্গে মেজর লিগ সকারের প্লেঅফ পর্ব থেকে বিদায় ঘটল ইন্টার মায়ামির। অপরদিকে সেমিফাইনালে, আটলান্টার বিরুদ্ধে মুখোমুখি হবে অরল্যান্ডো সিটি।
আন্তর্জাতিক ফুটবল
বিতর্কের মাঝেই ক্লাব ছাড়ার ইঙ্গিত মেসির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে সদ্য মেজর লিগ সকার প্লেঅফ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। এবার তারই মাঝে ফিফার বিরুদ্ধে উঠে এসেছে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিকে বাড়তি সুবিধে দেওয়ার অভিযোগ। অপরদিকে ২০২৫ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। এবারে বিতর্কের মাঝেই মায়ামি ছাড়ার প্রসঙ্গ উঠছে আর্জেন্টাইন কিংবদন্তির।
সামনেই রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সেখানে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইন্টার মায়ামি। তবে যোগ্যতা অর্জন করে নয়। যেহেতু আমেরিকাতেই আয়োজিত হবে এই ক্লাব বিশ্বকাপ, সেই কারণে আয়োজক দেশের ক্লাব হিসেবেই সরাসরি খেলার সুযোগ পেয়েছে মায়ামি দল। এবারে এই সিদ্ধান্তকে ঘিরেই উঠে আসছে অভিযোগের ঢেঁউ। বলা হচ্ছে যে মেসিকে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সমালোচনা শুরু করেছে ফিফার এই সিদ্ধান্তের উপর। এছাড়াও ব্যবসার কারণে মেসিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠে আসছে ফিফার বিরুদ্ধে। এবারে এই বিতর্কের মাঝে জল্পনা শুরু হয়ে গিয়েছে মেসির, মায়ামি দল ছাড়ার। শোনা যাচ্ছে, “বিতর্কের মধ্যে থাকতে চাননা তিনি” এমনটাই জানিয়েছেন মেসি। যেই কারণে ক্লাব ছাড়ার বিষয়টি আরও জোড়ালোভাবে হয়ে শোনা যাচ্ছে।
তবে মেসি ইন্টার মায়ামি দলে যোগ দেওয়ার পর, বহুবার তাঁর ক্লাব ছাড়ার জল্পনা শোনা গেলেও সত্যি হয়নি একটিবারও। যেই ফর্মে মেসি খেলে চলেছেন সেখান থেকে একবারের জন্যও মনে হয়নি যে তিনি দলে থাকতে চাইছেন না। এছাড়াও দলে সুয়ারেস, আলবা ও বুস্কেৎসের আগমনে, পুরোন সতীর্থদের সঙ্গে মাঠে ফুল ফোটাচ্ছেন তিনি। এছাড়াও মেসির আমেরিকা যাওয়ায় পর থেকে সেখানের ফুটবলের জনপ্রিয়তা অনেকটা বেড়ে গিয়েছে। এছাড়াও ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা। তবে পরের বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি এখন না নিলেও, যদি তিনি খেলেন তাহলে এখনই আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়ত সম্ভব নয় মেসির জন্য।
আন্তর্জাতিক ফুটবল
UCL 2024/25: জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার। আতলেতিকোর কাছে হার পিএসজির…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গাতেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের আগমনে যেন নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছেন পেদ্রি, লামিন ইয়ামালরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেওয়নডস্কি। অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হার স্বীকার করে পিএসজি।
বুধবার রাইকো মিতিচ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে, রাফিনহার ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ। তারপর আক্রমণ তুলে আনতে থাকে রেড স্টার বেলগ্রেডও। ফলে ম্যাচের ২৭ মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতায় ফেরে তাঁরা। তারপর মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে শুরু করে হান্সি ফ্লিকের ছেলেরা। ফলে প্রথমার্ধের একদম শেষের দিকে ৪৩ মিনিটের মাথায় লেওয়নডস্কির গোলে এগিয়ে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় লেওয়নডস্কির। তবে সেই গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। ৫৩ মিনিটেই জুলস কুন্দের বাড়ান বল জালে ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে যান লেওয়নডস্কি। এরই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৭০০তম গোলটিও সম্পূর্ণ হয় বার্সেলোনার। ম্যাচের ৫৫ মিনিটে সেই জুলস কুন্দের বাড়ান বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৭৬ মিনিটে ফারমিন লোপেজের করা গোলে ৫-১ গোল এগিয়ে যায় বার্সেলোনা। অবশেষে ম্যাচের ৮৪ মিনিট মিলসনের করা গোলে রেড স্টার বেলগ্রেডের ব্যবধান কমালেও ৫-২ গোলে ম্যাচ জিতে যায় বার্সেলোনা।
অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে যায় পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর এমিরির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের ১৮ মিনিটে নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলেই ম্যাচ শেষের দিকে গেলেও ম্যাচের একদম শেষ মুহূর্তে সংযোজিত সময়ে আনহেল কোরেয়ার গোলে জয় তুলে আনতে সক্ষম হয় দিয়েগো সিমিওনের দল।
আন্তর্জাতিক ফুটবল
রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে আল নাসেরের হয়ে প্রতিটি পেনাল্টিতেই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে, আল তাউনের বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হেরে গেল আল নাসের। অপরদিকে রোনাল্ডোর মারা পেনাল্টি শটে ভেঙেছে এক সমর্থকের মোবাইল ফোনও।
এখনও অবধি আল নাসেরের হয়ে কোনও বড় ট্রফি জেতেনি রোনাল্ডো। মঙ্গলবার কিংস কাপেও সেই ভাগ্য বদল হল না। ম্যাচের ২০ মিনিটে ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় আল তাউন। কিন্তু ম্যাচের সংযোজিত সময়ে সেই আল-আহমাদই বক্সে ফাউল করে পেনাল্টি দেন আল নাসেরকে। সেই পেনাল্টি মারতে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার সেই শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। অপরদিকে তাঁর পেনাল্টির মুহূর্ত ভিডিও করছিলেন এক সমর্থক। তবে রোনাল্ডোর জোড়ালো শট গিয়ে সোজা সেই সমর্থকের ফোনে লাগায় ভেঙে যায় তাঁর ফোন।
নতুন কোচ স্টেফানো পিয়োলির অধীনে এটাই প্রথম হার আল নাসেরের। তবে এখনও ট্রফি জেতার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি। সৌদি লিগে তাঁর দল শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। অপরদিকে এই ম্যাচে হেরে কোচ পিয়োলি জানিয়েছেন, “আমরা ম্যাচটা ভাল খেলেও জিততে পারলাম না।” এছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে আল নাসের।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি