ফুটবল
ইন্টার কাশির সামনে এবার মহামেডান স্পোর্টিং
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চার ম্যাচে সার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি। চার ম্যাচের মধ্যে দুটিতে জয়, একটি ড্র এবং একটি হার। শেষ দুটি ম্যাচে শ্রীনিধি ডেকান এবং চার্চিল ব্রাদার্সকে হারিয়ে লিগ টেবিলের উপরের দিকে উঠে এসেছে তারা। এবার তাদের প্রতিপক্ষ লিগ টেবিলের ফাস্ট বয় মহামেডান স্পোর্টিং। চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে চেরনিশভের দল। কলকাতা লিগ জিতেছে, এবার লক্ষ্য আইলিগ জয়। ইন্টার কাশির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী সাদা-কালো ব্রিগেডের কোচ। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রয়েছে মহামেডান। ইন্টার কাশিকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে সমস্যা হবেনা বলেই মনে করছেন কোচ।
তবে নতুন দল হলেও ইন্টার কাশিকে বেশ সমীহ করছেন চেরনিশভ। তার দলে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে। ডেভিডকে নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। অন্যদিকে ইন্টার কাশির কোচ কার্লোস সান্টামারিনা কিন্তু বিপক্ষকে অতিরিক্ত সমীহ করতে চাননা। লিগ শীর্ষে থাকলেও মহামেডানের বিরুদ্ধে খেলতে নামার আগে একেবারেই চাপমুক্ত তার দল। ডেভিডের মতো ফুটবলার বিপক্ষ দলে থাকায় তারা বাড়তি সুবিধা পাবে ঠিকই, তবে তাকে আটকানোর মতো শক্তিশালী রক্ষণভাগ তার দলে রয়েছে বলেই তিনি মনে করেন। নিজেদের ঘরের মাঠেই মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে ইন্টার কাশি। লিগ টেবিলের উপরের দিকে উঠে আসার জন্য এই ম্যাচে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজেদের লক্ষ্যে অবিচল থেকে কাজের কাজটা করে ফেলতে চাইছেন কোচ কার্লোস।