আন্তর্জাতিক ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন ইনিয়েস্তা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবলের ইতিহাসে ৭ নম্বর এবং ১০ জার্সি সবসময়েই বিখ্যাত। কিন্তু ৮ নম্বর জার্সিকে বিখ্যাত বানিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। নিজের ফুটবল জাদুতে মাতিয়েছেন গোটা পৃথিবীকে। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১১৬ মিনিটে গোল করে স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনিই। কিন্তু এবারে ফুটবলকে বিদায় জানাচ্ছেন ফুটবলের এই জাদুকর।
নিজের ৮ নম্বর জার্সিকে গুরুত্ব দিয়ে, তিনি অবসরও নিচ্ছেন চলতি মাসের ৮ তারিখ। স্পেনের লা মাসিয়া থেকে উঠে আসেন আন্দ্রেস ইনিয়েস্তা। তারপর ২০০২ সালে বার্সেলোনার হয়ে অভিষেক হয় তার। সেখানে তিনি খেলেছেন ৪৪২টি ম্যাচ। করেছেন ৩৫টি গোল। স্পেনের হয়ে খেলেছেন ১৩১ ম্যাচ। গোল করেছেন ১৩টি। কিন্তু শুধু গোলের সংখ্যা দিয়ে ইনিয়েস্তাকে বিচার করা সম্ভব নয়। কিংবদন্তি খেলোয়াড় হয়েও কখনও জেতেননি ব্যালন ডি অর। কিন্তু তিনি ফুটবলকে যা দিয়ে যাচ্ছেন তাতে মুগ্ধ থাকবে সমস্ত ফুটবলপ্রেমীরা এটা বলাই যায়।