ফুটবল

বিতর্কিত গোলের সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ ভারতের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ইতিহাসের দোরগোড়া থেকে ফিরে আসতে হল ভারতকে। একটি বিতর্কিত গোলের সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ ভারতের। কাতারের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিল ভার‍ত। কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার এবং ভারত। একদিকে কাতারের কাছে ছিল নিয়মরক্ষার ম্যাচ, কারণ ইতিমধ্যেই তারা গ্রুপ শীর্ষে জায়গা পাকা করেছে। অন্যদিকে, সুনীলহীন ভারতের কাছে এটা ছিল মরণবাঁচন ম্যাচ।

প্রথমার্ধের শুরুটা কাতারের হলে, শেষটা ছিল ভারতের। এদিন ভারতের বিরুদ্ধে যুব দল নামিয়েছিল কাতার। তবুও শুরু থেকেই ভারতের উপর চাপ বাড়িয়েছিলেন কাতারের ফুটবলাররা। শুরুতেই ৯ মিনিটের মাথায় প্রথম সুযোগ পেয়েছিল কাতার। মিনিট দুয়েকের মধ্যেই আবার সুযোগ পেয়ে যায় কাতার। আহমেদ-আল-রাবির শট কোনওরকমে বাঁচিয়ে দেন মেহতাব সিং। ২৪ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল ভারত। তারপর থেকেই ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে মনবীর-ছাংতেরা। ৩৭ মিনিটে কাঙ্খিত গোলটাও পেয়ে গেছিল ভারত। ছাঙতের বাঁ পায়ের নিখুঁত শট জালে জড়িয়ে যায়। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে যায় স্টিমাচ বাহিনী।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে কাতার। ৫৫ মিনিটে আরও একবার ভারতের হয়ে নিশ্চিত পতন রোধ করেন মেহতাব সিং। ম্যাচের বয়স তখন ৭৩ মিনিট৷ ইউসুফ আইমেনের হেডার গুরপ্রীত বাঁচিয়ে দেওয়ার পর বল গোললাইন অতিক্রম করে চলে যায়। তবুও বাঁশি বাজাননি রেফারি। কার্যত বাইরে চলে যাওয়া বল পা দিয়ে টেনে নেন আল-হাসান। সেখান থেকেই বল জালে জড়িয়ে দেন আইমেন। ভারতীয় ফুটবলারদের আবেদনে কর্ণপাত না করেই গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ৮৫ মিনিটে কাতারের হয়ে জয়সূচক গোলটি তুলে নেন আল-রাবি। ম্যাচের সংযোজিত সময়ে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি ভারত। শেষ দিকে ভারতের পক্ষে একটি পেনাল্টির আবেদন উঠলেও তা খারিজ করে দেন রেফারি। শেষ পর্যন্ত কাতারের কাছে ২-১ গোলে হেরে হতাশা নিয়েই মাঠ ছাড়েন গুরপ্রীত-আনোয়াররা। অন্যদিকে, আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ -‘এ’ থেকে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে জায়গা করে নিল কুয়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version