ফুটবল

ভারতের পদস্খলন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ভারতীয় ফুটবলের খারাপ সময় চলছেই। ফিফা ক্রমতালিকায় আরো পিছিয়ে গেলেন গুরপ্রীত সিং সান্ধুরা। তিন ধাপ পিছিয়ে ফিফা ক্রমতালিকায় ১২৪ নম্বর স্থানে নেমে গেল ভারতীয় দল। প্রসঙ্গত বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ডে খারাপ পারফরমেন্সের জন্যই এই পদস্খলন তা বোঝাই যাচ্ছে।

গত ডিসেম্বর মাস থেকেই ফিফা ক্রমতালিকায় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ভারত। শেষ কয়েক সপ্তাহের মধ্যেই ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে ড্র এবং অ্যাওয়ে ম্যাচে কাতারের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারের কারণে এতটা পিছিয়ে গিয়েছে ব্লু টাইগার্সরা। এশিয়ার ফুটবল খেলিও দেশগুলির মধ্যে বর্তমানে ভারত ২২তম স্থানে রয়েছে। সুনীল ছেত্রীর সময়ে যে লেবানন, ভিয়েতনাম, প্যালেস্তাইনের মতো দেশগুলিকে ভারত শাসন করতো, তাঁরাও বর্তমানে ভারতের থেকে এগিয়ে গেছে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্যায়ে ভারতের হতাশজনক ফলাফলের পরে, গত সোমবার হেড কোচ ইগর স্টিমাচকে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তাঁকে সরিয়ে দেওয়ার পরে বেশ কয়েকটি জায়গায় এইআইএফএফ নিয়ে বিষোদগার করেছেন স্টিমাচ। এই ব্যাপারে বিস্তারিত জানাতে তিনি শুক্রবার একটি লাইভ আলোচনার আয়োজনও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version