আন্তর্জাতিক ফুটবল
সমতা ফিরিয়েও হার ভারতের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইগর স্টিম্যাচের আমলে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ক্রমতালিকায় এগিয়ে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামলেই মুখ থুবরে পড়েন ভারতীয় ফুটবলাররা। একই ঘটনার পুনরাবৃত্তি হল বুধবার। বাহরিনের কাছে ভারত হারল ১-২ গোলে। গোটা ম্যাচ জুড়েই আক্রমণের ঝাঁজ অনেকটাই বেশি ছিল বাহরিনের।
ভারতীয় দলের জার্সিতে এদিন অভিষেক হয় দানিশ ফারুক এবং ভিপি সুহেরের। ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় বাহরিন। কিন্তু মাহদি হুমাইদানের ফট বাঁচিয়ে দেন ভারতীয় দলের গোলরক্ষক এবং অধিনায়ক গুরুপ্রীত সিং সান্ধু। তবে শেষ রক্ষা হয়নি। ৩৭ মিনিটে দুর্গ ভাঙে ভারতের। গোল করেন মহম্মদ হারদান। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিস্টন কোলাসোকে তুলে রোশন সিং কে মাঠে নামান ভারতীয় কোচ।
আইএসএলে যতটাই ভাল খেলেছিলেন লিস্টন, এদিন ছিলেন ততটাই ফ্যাকাসে। রোশন নামার পর খেলায় গতি আসে। ৫৯ মিনিটে তার ক্রসেই মাথা ছুঁইয়ে ভারতকে সমতায় ফেরান রাহুল ভেকে। তবে ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে পারল না ভারত। ৮৮ মিনিটে গোল করে বাহরিনকে জয় এনে দেন হুমাইদান। এই গোলের জন্য ভারতীয় রক্ষণকে দায়ী করা যেতেই পারে।