আন্তর্জাতিক ফুটবল
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের আগে প্রস্তুতি সারতে শক্তিশালী জাম্বিয়া ও জর্ডনের বিরুদ্ধে খেলতে পারেন সুনীলরা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামার আগে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা চলছে ভারতীয় ফুটবল দলের। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে জাম্বিয়া এবং জর্ডানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুনীল ছেত্রীর ভারতীয় দল।
বর্তমানে দলের হেড কোচ ইগর স্টিমাচের তত্ত্বাবধানে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিতে মগ্ন রয়েছেন ৪১ জন ফুটবলার। বর্তমানে কর্ণাটকের বেল্লারিতে চলছে এই প্রস্তুতি শিবির। যদিও এই শিবিরে উপস্থিত নেই এটিকে মোহনবাগানের ফুটবলাররা। তারা এফসি কাপের ম্যাচ খেলে তারপরে এই শিবিরে যোগ দেবেন। অন্যদিকে এর আগে চোটের কারণে বাহরিন এবং বেলারুশের বিরুদ্ধে দলের হয়ে খেলতে পারেননি অধিনায়ক সুনীল ছেত্রী তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং বাকি সকলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত আগামী ৮ জুন যুবভারতীতে ভারত তাদের যোগ্যতা অর্জনকারী প্রথম ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে। এর পরে তাদের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে ১১ জুন। এরপর হংকং এর বিরুদ্ধে ভারত শেষ ম্যাচ খেলবে ১৪ জুন। তার আগে ভারতীয় দলের হেডসেট চাইছেন শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলে ভালোমতো প্রস্তুতি সারতে। সূত্র মারফত জানা যাচ্ছে জর্ডন এবং জাম্বিয়াও ভারতের বিরুদ্ধে খেলতে আগ্রহী রয়েছে। বর্তমানে ফিফা ক্রমতালিকায় জাম্বিয়ার স্থান ৮৭ এবং জর্ডনের স্থান ৯১। এই দুই দলই ক্রমতালিকায় বর্তমানে ভারতের উপরে রয়েছে। বর্তমানে ভারতের বিশ্ব ক্রমতালিকায় স্থান ১০৬।