ফুটবল
বৃষ্টিস্নাত কান্তিরাভায় দুরন্ত জয় দিয়ে সাফ কাপের অভিযান শুরু করল ভারত
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অন্যতম ফেভারিট দল হিসাবেই মাঠে নেমেছিলেন সুনীলরা। সদ্য হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে চনমনে ভারতীয় শিবির। সেই জয়ের ছাপ স্পষ্ট লক্ষ্য করা গেল ভারতীয় দলের খেলায়। দূর্বল প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে কার্যত আধিপত্য বজায় রেখেছিলেন সুনীল ছেত্রীরা। ম্যাচের শুরুতেই সহজ সুযোগ থেকে প্রথম গোলটি তুলে নেয় ভারত। ম্যাচের বয়স যখন ১০ মিনিট পাকিস্তান গোলরক্ষকের মিস পাস থেকে সহজ বল জালে জড়াতে ভুল করেননি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। কিছুক্ষণ পরেই আবারও সুযোগ চলে আসে ভারতের কাছে। পাকিস্তান রক্ষণের খেলোয়াড় নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন। পেনাল্টি উপহার পায় ভারত। পেনাল্টি থেকে পাকিস্তান গোলরক্ষককে পরাস্ত করেন সুনীল ছেত্রী। জোড়া গোল করে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন ভারত অধিনায়ক। মুহুর্মুহু আক্রমণে পাকিস্তান রক্ষণ যখন দিশেহারা তখন ভারতের বিপক্ষে হঠাৎই প্রথম বিপদজনক আক্রমণটি উঠে আসে। ম্যাচের ২৯ মিনিটের মাথায় বক্সের সামনে সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান কমাতে পারত পাকিস্তান। সুনীল ছেত্রীর কাছে সুযোগ ছিল প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করার। ১৮ গজ বক্সের একেবারে সামনে ফ্রি কিক পায় ভারত। যদিও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সুনীল ছেত্রী।
প্রথমার্ধের বাঁশি বাজার কিছু আগে বচসায় জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। সাইড লাইন অতিক্রম করে যাওয়া একটি বল থ্রো ইন করতে যায় পাকিস্তানের এক খেলোয়াড়। আচমকাই তাকে বাধা দেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। উত্তেজিত হয়ে পড়েন পাকিস্তান ফুটবলাররা। শেষ পর্যন্ত রেফারি এসে পরিস্থিতি শান্ত করে। হলুদ কার্ড দেখতে হয় সন্দেশ ঝিঙ্গান, এবং পাকিস্তানের এক খেলোয়ারকে। অহেতুক উত্তেজিত হয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল কোচ ইগর স্টিম্যাচকে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ভারত। ইতিহাসের শুরুতেই পরপর দুবার সুযোগ চলে এসেছিল ভারতীয় দলের কাছে। সহজ সুযোগ নষ্ট করেন আশিক কুরুনিয়ান এবং সামাদ। গোলের একেবারে সামনে থেকে মিস কিক করেন সাহাল আব্দুল সামাদ। ম্যাচের বয়স যখন ৫৫ মিনিট আবারও একটা সুযোগ চলে এসেছিল পাকিস্তানের কাছে। শেষ পর্যন্ত ভারতীয় রক্ষণের তৎপরতায় যাত্রায় মুক্তি পায় ভারত। দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় পাকিস্তানকে। যদিও ৬৬ মিনিটের মাথায় জিকশনের হেডার ক্রস বারে লেগে ফিরে না আসলে ব্যবধান বাড়াতেই পারতো ভারত। তবে বৃষ্টিস্নাত কান্তিরাভায় খেলার গতি বারবার মন্থর হয়ে পড়ছিল। আজ বাঁদিক দিয়ে বেশ সপ্রতিভ দেখাল আশিক কুরুনিয়ানকে। বেশ কয়েকবার ভালো বল নিয়ে উঠে আসতে দেখা গেল তাকে।
ম্যাচের ৭৩ মিনিটের মাথায় আবার সুযোগ পেয়ে যায় ভারত। ডান দিক থেকে বল নিয়ে উঠে আসছিলেন সুনীল ছেত্রী। বক্সের মধ্যে তাকে পিছন থেকে ফাউল করেন মহম্মদ সুফিয়ান। পেনাল্টির সিদ্ধান্ত দিতে এক মুহূর্ত দেরি করেননি রেফারি। আবারও গোলার মত শটে পাক গোলরক্ষককে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন সুনীল ছেত্রী। ডান প্রান্ত ব্যবহার করে বারবার আক্রমণে উঠে এলেন ছাংতে, অনিরুদ্ধ থাপারা। দ্বিতীয়ার্ধেও সেই আক্রমণের ভাঁজ বজায় রেখেছিল ঝাঁঝ বজায় রেখেছিল ভারত। ৮১ মিনিটের মাথায় পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতলেন উদান্তা। আনোয়ার আলির লং পাস রিসিভ করে একাই গোলকিপারকে পরাস্ত করলেন তিনি। ৪-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ভারতীয় দল।
আইএসএল
ISL 2024/25: “মায়ের পর কেউ সবথেকে বেশি ভালবাসলে সেটা মোহনবাগান”, বলছেন আশুতোষ মেহতা…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার সল্টলেক স্টেডিয়ামে, শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি দল। সাম্প্রতিক ফর্মের নিরিখে দেখতে গেলে দারুন ছন্দে রয়েছে মোহনবাগান। এছাড়াও লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। উল্টোদিকে জামশেদপুর এফসি, প্রথমের দিকে ভাল শুরু করলেও, হঠাৎই ঘটে ছন্দপতন। নর্থইস্ট এবং চেন্নাই ম্যাচ মিলিয়ে মোট দশটি গোল হজম করেছে খালিদ জামিলের দল। করেছে মাত্র একটি গোল। তবে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তারই মাঝে অনুশীলন শেষে, দলের রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার আশুতোষ মেহতা তার পুরানো দলকে নিয়ে বলে গেলেন কিছু কথা।
প্র: অনেকদিন পর আপনি মাঠে ফিরলেন এবং ডুরান্ড কাপ ও আইএসএলে দরুন প্রদর্শনও করলেন। এই খেলাটাকি আপনার নিজেকে ফিরে পাওয়ার লড়াই?
আশুতোষ: আমি সবসময় ধাপে ধাপে এগোতে চেয়েছিলাম। কঠিন পরিস্থিতিতে থাকলেও উদ্দেশ্য ছিল কামব্যাক করার এবং সেটাই করেছি। তবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হল আজকের ম্যাচ। সেটা নিয়েই এখন ভাবছি।
প্র: আপনি এর আগে মোহনবাগানে খেলেছেন। বাগান সমর্থকদের অনেক ভালোবাসাও আপনি পেয়েছেন। এবারে তাদের বিপক্ষে খেলতে নামছেন সল্টলেক স্টেডিয়ামে। কেমন লাগছে?
আশুতোষ: মোহনবাগান সমর্থকদের থেকে পাওয়া ভালবাসায় আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তাদের মত ভালবাসা আমায় কেউ দেয়নি। এই দুই বছরেও তাঁরা আমায় অনেক সমর্থন করেছেন। আমি মনে করি আমার মায়ের পরে কেউ যদি আমায় খুব বেশি ভালবাসে তাহলে সেটা এই মোহনবাগান সমর্থকরাই। তবে আমি প্রফেশনাল ফুটবলার। এখন আমি জামশেদপুরের ফুটবলার এবং এই দলের হয়ে আমি নিজের সেরাটা দিতে চাই।
প্র: খালিদ জামিলের সঙ্গে জুটি বেঁধে এর আগেও খেলেছিলেন। তাই কী আবারও খালিদ স্যারের অনুরোধে জামশেদপুর ফিরে আসা?
আশুতোষ: খালিদ জামিল নিজেও প্রফেশনাল। তিনি সব সময় দলের কথা ভেবেই ফুটবলার চয়ন করেন। শুধু আমায় চেনেন বলেই যে আমি দলে এসেছি সেরমটা নয়। জামশেদপুরে সই করার আগে আমায় ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়েছিল। তারপর ডুরান্ড কাপে ভাল প্রদর্শন করার পরেই আমি দলে জায়গা পেয়েছি।
প্র: টাইগার শ্রফের সঙ্গে আপনি একসাথে অনুশীলন করতেন। এখন টাইগার শ্রফ মুম্বাইয়ের একটি দলের হয়ে ফুটবল খেলেন। তা নিয়ে আপনার কী বক্তব্য?
আশুতোষ: আমি মনে করি টাইগার শ্রফকে যদি ছয় মাশ কোনও দলের সঙ্গে অনুশীলন করিয়ে দেওয়া যায়, তাহলে সে খেলে নেবে। তার খেলার মানসিকতা, স্কিল সবটাই খুব ভাল রয়েছে। আমি নিজেও তার মধ্যে এই জিনিস গুল দেখে অবাক হয়ে গেছিলাম। তাই আমি মনে করি যদি টাইগার যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আমাদের সঙ্গে খেলে নেবেন।
প্র: ডার্বির পর আপনি নিজের সমাজমাধ্যনে মোহনবাগানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিলেন। সেটা নিয়ে কি বলবেন?
আশুতোষ: ডার্বিতে আমি সবসময় মোহনবাগানকে সমর্থন করি। তবে আজকের ম্যাচের জন্য আমি নিজের সেরাটা দিতে চাই। কিন্তু মোহনবাগান সবসময় আমার কাছে মান্যতা পায়। আমি যেই টিমেই খেলিনা কেন আমার দ্বিতীয় দল সবসময় মোহনবাগান।
আন্তর্জাতিক ফুটবল
FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।
প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
ফুটবল
বছরের শেষ ম্যাচেও এলনা জয়। ড্র করেই মাঠ ছাড়ল ভারত…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বছরের শুরু থেকেই জয় পাচ্ছিলনা ভারত। শুধু তাই নয়, ভাল ফুটবলও খেলতে ভুলে গিয়েছিলেন মানবীর, আপুইয়া, গুরপ্রিত সিংহ সান্ধুরা। তারই মাঝে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। বদল হয়েছে কোচও। নতুন কোচের দায়িত্বে এসেছেন এফসি গোয়া দলের হেড কোচ মানোলো মার্কেজ। কিন্তু তাও বদল হলোনা ভাগ্য। অপরদিকে চোট সরিয়ে মাঠে ফিরলেন সন্দেশ ঝিঙ্ঘান। কিন্তু বছরের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়ল ভারত।
ম্যাচের শুরুটা ভালই করেছিল মানোলো মার্কেজের দল। শুরুর থেকেই মুহুর্মুহু আক্রমণ করছিলেন ভারতের ফুটবলাররা। তবে ম্যাচের ১৯ মিনিটে গুরপ্রীত সিংহের ভুলে গোল হজম করে ভারত। মালয়েশিয়ার হয়ে গোলটি করে যান পাউলো জোশুয়ে। তারপরেও অনেকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করে উঠতে পারেনি ভারত। অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে, ব্র্যান্ডনের ভাসানো কর্নার থেকে বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে। প্রথমার্ধে ১-১ গোলের ফলাফলের পর সবাই ভেবেছিল দ্বিতীয়ার্ধে জয়ের জন্য সর্বস্ব ঝাপাবে ভারত। কিন্তু চেষ্টা চালালেও গোলটাই তুলে আনতে ব্যার্থ হলেন ইরফান ইয়াদওয়াদরা। অপরদিকে ম্যাচের একদম শেষের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মালয়েশিয়া। তবে সেই সুযোগ তারা হাতছাড়া করায় অবশেষে ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়তে হল মানোলো মার্কেজদের।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি