ফুটবল

যুবভারতীতে কুয়েত বধই লক্ষ্য ভারতের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ! শুধুমাত্র এই কথাটাই এখন মাথায় ঘুরছে গোটা কলকাতার। ইতিমধ্যেই এই ম্যাচের সমস্ত টিকিট শেষ। সমর্থকেরা অধীর আগ্রহে বৃহস্পতিবার সন্ধ্যার অপেক্ষা করছেন। তবে অধিনায়ক সুনীল ছেত্রী তথা গোটা ভারতীয় দল শুধুমাত্র কুয়েতকে হারানো ছাড়া আর কিছু ভাবছে না। ফুটবলাররা প্রত্যেকে শপথ করেছেন, বৃহস্পতিবার কুয়েতকে হারিয়ে, তবেই আনন্দের সঙ্গে সুনীলকে মনে রাখার মত বিদায় সংবর্ধনা দেবেন। তবে সব কিছুর আগে সকলের ভাবনায়, কুয়েতের বিরুদ্ধে শুধুই জয় পাওয়া।

বৃহস্পতিবার তাঁর দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন সুনীল। তবে তার আগে তিনি অবশ্যই চাইবেন, ভারতীয় দলকে তৃতীয় রাউন্ডের আরও কাছে পৌঁছে দিতে। প্রসঙ্গত যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য এই কর্তৃত্ব অর্জন করবে ভারতীয় দল। মোট ৯টি গ্রুপে চারটি করে টিম রয়েছে এবং প্রতি গ্রুপ থেকে সেরা দুই টিম তৃতীয় রাউন্ডে যাবে। তারপরে এই রাউন্ড থেকে ৮টি দল ২০২৬ বিশ্বকাপ খেলবে।

এ কথা ঠিক যে, ভারত ২০২৬ বিশ্বকাপ খেলবে এমন স্বপ্ন এখনই কারোর ভাবনায় নেই, তবে কুয়েতের বিরুদ্ধে একটা জয় ভারতীয় দলকে এশিয়ার অন্তত সেরা দশ দলের বিরুদ্ধে খেলার সুযোগ করে দিতে পারে। যা এযাবৎ কালে দেখা যায়নি। আর এই ঘটনা ঘটলে, ভারত যে বেশ কিছু সেরা দেশের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে তা এখনই বলে দেওয়া যায়। প্রসঙ্গত গ্রুপ এ থেকে ইতিমধ্যেই কাতার পরবর্তী পর্বে চলে গেছে। অন্যদিকে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীলরা। তাই কুয়েতের বিরুদ্ধে একটা জয়, ভারতকে সমসংখ্যক পয়েন্টে থাকা আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে দেবে। কারণ আফগানিস্তানও বৃহস্পতিবার শক্তিশালী কাতারের মুখোমুখি হবে। ফলে জয় ছাড়া আর কিছু ভাবছে না সুনীল ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version