আন্তর্জাতিক ফুটবল

Asian Cup 2023: এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করতে প্রস্তুত ভারত

Published

on

সৌরভ রায়, দোহা: আগামীকাল এএফসি এশিয়ান কাপে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করার আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বললেন “আমরা জানি পরিস্থিতি কতটা কঠিন। তবে লড়াই করার জন্য আমার দলের ছেলেরা তৈরি আছে।” দোহায় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ইগর স্টিমাচ চাইছেননা অতিরিক্ত চাপ নিতে। তিনি বললেন “মাঠে নেমে খেলাটা উপভোগ করতে হবে। এএফসি এশিয়ান কাপের মত বড় মঞ্চে জাতীয় দলের সাফল্যের দিকে তাকিয়ে থাকবে সবাই। তবে ভুলে গেলে চলবে না একটা কঠিন গ্রুপে আমরা রয়েছি।”

অস্ট্রেলিয়া ছাড়াও উজবেকিস্তান এবং সিরিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তবে এখনই পরের ম্যাচ নিয়ে ভাবছেন না ভারতীয় দলের কোচ। প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজার করে দিতে চাইছেন। এরপর ফলাফল যা হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে। স্টিমাচ আরও যোগ করেন “ভারতীয় ফুটবলে আমি একটা নতুন ধারা আনতে চাই। অনেক বেশি করে যুব ফুটবলারদের সুযোগ করে দিতে হবে। যাতে ভবিষ্যতে ভারতীয় ফুটবল সাফল্যের শিখরে পৌঁছতে পারে। চোটের জন্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সাহালকে পাবে না ভারত। আনোয়ারের প্রসঙ্গে ইগর স্টিমাচ বললেন “সাহাল কবে মাঠে ফিরবেন সেটা মেডিকেল টিম বলতে পারবে। তবে একশো শতাংশ চোট মুক্ত না হলে আমি কোন ফুটবলারকে মাঠে নামাব না।”

এই পরিস্থিতিতে একেবারেই ভেঙে পড়ছেন না সাহাল। তিনি বললেন “চোট-আঘাত কোন ফুটবলারের হাতে থাকে না। এই পরিস্থিতিকে মানিয়ে নিতেই হবে। তবে যত দ্রুত সম্ভব আমি মাঠে ফিরতে চাই। আশা করি খুব তাড়াতাড়ি খারাপ সময় কেটে যাবে। আগামীকাল ম্যাচের প্রসঙ্গে তিনি বললেন ” আমাদের চাপমুক্ত থেকে মাঠে নামতে হবে। কঠিন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। মানষিক এবং শারীরিক ভাবে নিজেদের সেরাটা দিয়েই আমাদের লড়াই করতে হবে।” সাহালকে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এখন দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নিজেদের কতটা মেলে ধরতে পারেন মেন ইন ব্লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version