Connect with us

ফুটবল

ঘটনার ঘনঘটা, আত্মঘাতী গোলে কুয়েতের বিরুদ্ধে ড্র ভারতের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র। মাঠে নেমে বারবার সেটাই প্রমাণ করছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। নিজেকে ফিটনেসের শিখরে নিয়ে গেছেন তিনি। কুয়েতের বিরুদ্ধে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। হাফ টাইমের বাঁশি বাজার কয়েক মুহুর্ত আগে অনিরুধ থাপার কর্ণার যেভাবে সাইড ভলি করে জালে জড়ালেন, সেটা দেখে কে বলবেন সুনীলের বয়স ৩৮ বছর। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল ভারত। বাঁদিক থেকে বারবার ভয়ংকর ক্রস উড়ে আসছিল আকাশ মিশ্র এবং মহেশের পা থেকে। যদিও সেই ক্রস কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি ভারত। লড়াইয়ে পিছিয়ে ছিলনা কুয়েতও। কুয়েতের নিশ্চিত গোলমুখী শট রুখে দিয়ে স্কোরলাইন অপরিবর্তিত রাখেন অমরিন্দর। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্ণার পায়ে ভারত। অনিরুধ থাপার কর্ণার কিক সুনীলের পা ছুঁয়ে কুয়েত গোলরক্ষককে পরাস্ত করে। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কুয়েত। ম্যাচের বয়স যখন ৫৬ মিনিট আবারও ভারতের অনিবার্য পতন রক্ষা করেন গোলরক্ষক অমরিন্দর সিং। ৬০ মিনিটের মাথায় প্রথম পরিবর্তনটি নিলেন স্টিম্যাচ। আশিক কুরুনিয়ান এবং অনিরুধ থাপার পরিবর্তে মাঠে এলেন রোহিত কুমার এবং সাহাল আব্দুল সামাদ। আবারও সাইড লাইনে থেকে ঝামেলায় জড়িয়ে পড়লেন ইগর স্টিম্যাচ। একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারির সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। স্টিম্যাচকে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইগর স্টিম্যাচকে। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় ভারতের কাছে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। নিখিল পূজারীর ক্রস থেকে গোলমুখী শট নেন জিকশন সিং। জিকশনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার প্রায় গোলমুখ খুলে ফেলেছিল কুয়েত। কিন্তু ভারতীয় রক্ষণের তৎপরতায় এক গোলের অগ্রগমণ অক্ষুণ্ণ থাকে।

শেষ বাঁশি বাজার কিছু মুহুর্ত আগে মাঠেও ঝামেলায় জড়িয়ে পড়লেন কুয়েত এবং ভারতীয় দলের ফুটবলাররা। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উভয় দলের খেলোয়াড় আল খালাফ এবং রহিম আলিকে। শেষ কয়েক মিনিট দশ জনেই লড়াই করে দুই দল। শেষ পর্যন্ত নিজেদের ভুলে জেতা ম্যাচ মাঠেই রেখে এল ভারতের ছেলেরা। অপ্রয়োজনীয় ভাবে নিজেদের গোলেই বল ঠেলে দিলেন আনোয়ার আলি। গোলরক্ষক অমরিন্দর সিংয়ের দক্ষতায় ভারতের ক্লিনশিট তালিকায় আরও একটি ম্যাচ যুক্ত হতে পারত। কিন্তু সেই কৃতিত্বে জল ঢেলে দিলেন আনোয়ার আলি। শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছাল ভারত। গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট পাকা করল কুয়েত।

আইএসএল

ISL 2024/25: আলাদিনের শেষ মুহূর্তের গোলে মহামেডানকে হারাল নর্থইস্ট

Published

on

সৌরভ মুখার্জী: সোমবার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল সাদা-কালো জনতার। টিকিটের চাহিদাও ছিল অনেক। নিজেদের প্রিয় দলকে প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে দেখার জন্য মাঠ ভরাতে মরিয়া ছিলেন সমর্থকেরা। গোটা ম্যাচে সমানে সমানে টক্কর দিয়েও, ম্যাচের একদম শেষ মুহূর্তে আলাদিন আজারীর গোলে ০-১ গোলে ম্যাচ হারতে হল মহামেডানকে।

সোমবার নিজেদের ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছিল মহামেডান। আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টের খেলোয়াড়রাও। ম্যাচের ৯ মিনিটের মাথায় জিতিনের বাড়ানো বল থেকে প্রায় গোলের দরজা খুলে ফেলেছিলেন গুইলেরমো ফার্নান্দেজ। তারপর আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ৪১ মিনিটে রেমসাঙ্গার হেড একটুর জন্য বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধের ফলাফল গোলশূন্যই থাকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বজায় রেখেছিল মহামেডান। তার মাঝেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টও। খেলার গতির বিপরীতে তারাও চাইছিল গোল তুলে নিতে। ৬৪ মিনিটে জিতিনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গোল করার সুযোগ পেলেও হাতছাড়া করে চেরনিশভের ছেলেরাও। তারই মাশুল দিতে হয় তাদের। সংযোজিত সময়ের খেলায় থোই সিংহের বাড়ানো ক্রস থেকে আলাদিন আজইরের করা গোলে জয় তুলে নেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে মহামেডান প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও, তাদের লড়াইটা সমস্ত ফুটবল প্রেমীদের মন ছুঁয়ে গেছে এটা বলাই যায়। ২১ সেপ্টেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড।

Continue Reading

ফুটবল

জাতীয় মহিলা দলের নতুন কোচ সন্তোষ কাশ্যপ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের মহিলা ফুটবল দলের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবার বড় ঘোষণা। সোমবার এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয় মহিলা দলের কোচ হতে চলেছেন সন্তোষ কাশ্যপ। আগামী ১৭ ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতার আগে তাই আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শিবির শুরু করছে ২৯ জনের ভারতীয় মহিলা দল ব্লু টাইগ্রেস। আর তার ঠিক আগেই দলে নতুন কোচের নিয়োগ।

এর আগে একাধিক ক্লাবে কোচ হিসেবে নিযুক্ত ছিলেন সন্তোষ কাশ্যপ। সেই তালিকার মধ্যে রয়েছে আই লিগ প্রতিযোগিতার সময়কালীন মোহনবাগান এসি, আইজল এফসি, মুম্বাই এফসি, সালগাঁওকার এফসি ইত্যাদি ক্লাবের নাম। এছাড়াও সম্প্রতি আইএসএল এর নর্থইস্ট ইউনাইটেড এবং উড়িষ্যা এফসিরও এসিস্ট্যান্ট কোচ পদে নিযুক্ত ছিলেন সন্তোষ কাশ্যপ। ৫৮ বছরের অভিজ্ঞ এই কোচ বেছে নিয়েছেন প্রিয়া পিভি এবং রঘুবীর প্রবীণ খানোলকারকে যথাক্রমে নিজের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং গোলকিপার কোচ হিসেবে। ১৯৮০ সালের নামকরা এই ফুটবলার এদিন এই প্রসঙ্গে বলেন, “জাতীয় দলের কোচ হতে পারা গর্বের বিষয়। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট শ্রীযুক্ত কল্যান চৌবের কাছে। পাশাপাশি টেকনিক্যাল কমিটি এবং সমস্ত সিনিয়র সদস্যদের প্রতি ও আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে জাতীয় মহিলা দলের কোচ হিসেবে সুযোগ দেয়ার জন্য।”

প্রসঙ্গত মহারাষ্ট্রের অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে দিয়েই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন সন্তোষ। ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে তার প্রাথমিক লক্ষ্য হিসেবে তিনি বলেন, “গত মরশুমের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের ফল আশানুরূপ হয়নি। তবে এবছর সঠিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি। আন্তর্জাতিক লেভেলে ফুটবলে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই কোন প্রতিপক্ষকেই হালকা ছলে নেওয়া যাবে না। আর সাফ শুধুমাত্র আমাদের প্রথম পদক্ষেপ। তারপর আমার অনেক বড় পরিকল্পনা রয়েছে এবং আমি বিশ্বাস করি এই দল সেই সমস্ত পরিকল্পনার বাস্তবায়নের সক্ষম।”

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শোনা যায় ইয়ামালকে দলে নিতে পিএসজি ২৩০০কোটি টাকার অফার করেছিল বার্সেলোনাকে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেয় কাতালান ক্লাব। আর সেই লামিন ইয়ামালের জোড়া গোলেই ম্যাচ জিতে লা লিগার শীর্ষেই বিরাজমান থাকল বার্সেলোনা। লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিরোনাকে হারাল বার্সেলোনা।

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবল তথা বার্সেলোনা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন ইয়ামাল। ইতিমধ্যেই ইউরো কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত মরশুমটা বার্সেলোনার খুব একটা ভালো যায়নি। মরসশুম শেষে কোচের পদ থেকে সরেছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জাভি। দ্বিতীয় স্থানে গত মরশুম শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকে তারা।

গত মরশুমে এই জিরোনার কাছে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল বার্সেলোনাকে। এবার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে বদলা নিল বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইয়ামাল। তারপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বক্সের ভেতর ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। এই গোলটি দেখামাত্রই সবার মনে পড়ে যায় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসির কথা।

ম্যাচের ৪৭ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ড্যানি ওলমো। চতুর্থ গোলটি করেন পেদ্রি ম্যাচের ৬৪ মিনিটে। জিরোনার স্টুয়ানি ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তার অনেকক্ষণ আগেই ম্যাচের ফলাফল করে দিয়েছিলেন কাতালানদের তরুণ খেলোয়াড়েরা।

ইতিমধ্যেই লামিনে ইয়ামল লা লিগার চারটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন। স্বভাবত তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকও। তাঁর পা থেকে আরও গোল দেখতে মুখিয়ে থাকবেন সারা বিশ্ব তথা বার্সেলোনা সমর্থকেরা।

Continue Reading

Trending