ফুটবল
বছরের শেষ ম্যাচেও এলনা জয়। ড্র করেই মাঠ ছাড়ল ভারত…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বছরের শুরু থেকেই জয় পাচ্ছিলনা ভারত। শুধু তাই নয়, ভাল ফুটবলও খেলতে ভুলে গিয়েছিলেন মানবীর, আপুইয়া, গুরপ্রিত সিংহ সান্ধুরা। তারই মাঝে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। বদল হয়েছে কোচও। নতুন কোচের দায়িত্বে এসেছেন এফসি গোয়া দলের হেড কোচ মানোলো মার্কেজ। কিন্তু তাও বদল হলোনা ভাগ্য। অপরদিকে চোট সরিয়ে মাঠে ফিরলেন সন্দেশ ঝিঙ্ঘান। কিন্তু বছরের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়ল ভারত।
ম্যাচের শুরুটা ভালই করেছিল মানোলো মার্কেজের দল। শুরুর থেকেই মুহুর্মুহু আক্রমণ করছিলেন ভারতের ফুটবলাররা। তবে ম্যাচের ১৯ মিনিটে গুরপ্রীত সিংহের ভুলে গোল হজম করে ভারত। মালয়েশিয়ার হয়ে গোলটি করে যান পাউলো জোশুয়ে। তারপরেও অনেকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করে উঠতে পারেনি ভারত। অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে, ব্র্যান্ডনের ভাসানো কর্নার থেকে বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে। প্রথমার্ধে ১-১ গোলের ফলাফলের পর সবাই ভেবেছিল দ্বিতীয়ার্ধে জয়ের জন্য সর্বস্ব ঝাপাবে ভারত। কিন্তু চেষ্টা চালালেও গোলটাই তুলে আনতে ব্যার্থ হলেন ইরফান ইয়াদওয়াদরা। অপরদিকে ম্যাচের একদম শেষের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মালয়েশিয়া। তবে সেই সুযোগ তারা হাতছাড়া করায় অবশেষে ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়তে হল মানোলো মার্কেজদের।