Connect with us

ফুটবল

ভারতের জয়ে ছাংতের প্রশংসায় পঞ্চমুখ ইগর স্টিম্যাচ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ সহজ জয় দিয়ে হিরো কন্টিনেন্টাল কাপে অভিযান শুরু করেছে ভারতীয় ফুটবল দল। সামাদ এবং ছাংতের করা গোলে ২-০ গোলে হারিয়েছে দুর্বল প্রতিপক্ষ মঙ্গোলিয়াকে। স্বাভাবিকভাবেই দলের জয়ে খুশি কোচ ইগর স্টিম্যাচ। ম্যাচ জিতে স্টিম্যাচ বললেন “দলের পারফরমেন্সে আমরা সবাই খুশি। আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি। শুধু জয় নয় আমরা ক্লিনশিটও রাখতে পেরেছি। মাঠে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছে আমাদের ছেলেরা।” তবে আরও বেশি গোল না করতে পারার জন্য ক্ষমা চাইলেন ভারতীয় দলের কোচ। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই দুটি গোল এসে গিয়েছিল। তারপরেও যথেষ্ট সুযোগ তৈরি করেছিল সুনীল ছেত্রীরা। কিন্তু দুর্ভাগ্যবশত গোল আসেনি।

প্রথমার্ধে মঙ্গোলিয়ার রক্ষণ ছন্নছাড়া দেখালেও দ্বিতীয়ার্ধে তারা খেলায় ফেরার চেষ্টা করে। আপুইয়া এবং থাপার সৌজন্যে মঙ্গোলিয়ান আক্রমণ বারবার অবরুদ্ধ হয়। আকাশ মিশ্র, সন্দেশ ঝিঙ্গানদের এভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি। হাতেগোনা বল এলো গোল রক্ষক অমরিন্দরের কাছে। মঙ্গোলিয়াকে হারিয়ে ভারতীয় দল টানা ৬টি ম্যাচ অপরাজিত রয়েছে। ম্যাচের সেরা ছাংতে নিজের খেলায় খুশি। ম্যাচ শেষে তিনিও বললেন “আজ আরো বেশি গোল করা উচিত ছিল আমাদের। দ্বিতীয়ার্ধে আমাদের খেলার গতি কিছুটা কমে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে গেছি। এই জয় পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস এনে দেবে।”

ছাংতের প্রশংসায় উচ্ছ্বসিত কোচ ইগর স্টিম্যাচ। আইএসএল থেকে জাতীয় দল নিজের সাফল্য ধরে রেখেছে ছাংতে। ছাংতের প্রসঙ্গে স্টিম্যাচ বললেন “নিজের সাফল্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়ারদের কাছে উদাহরণ হয়ে থাকতে পারে ছাংতে। তরুণ ফুটবলারদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।” ছাংতের পাশাপাশি নজর কাড়লেন নিখিল পূজারী। চার বছর পর জাতীয় দলে ফিরলেন নিখিল। স্টিম্যাচ মনে করছেন ভারতীয় দলের এই সাফল্য আগামী দিনে আরও উজ্জ্বল হবে। সামনে আরও ম্যাচ রয়েছে।প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতে সাহায্য করবে।

আইএসএল

ISL 2024/25: “মায়ের পর কেউ সবথেকে বেশি ভালবাসলে সেটা মোহনবাগান”, বলছেন আশুতোষ মেহতা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার সল্টলেক স্টেডিয়ামে, শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি দল। সাম্প্রতিক ফর্মের নিরিখে দেখতে গেলে দারুন ছন্দে রয়েছে মোহনবাগান। এছাড়াও লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। উল্টোদিকে জামশেদপুর এফসি, প্রথমের দিকে ভাল শুরু করলেও, হঠাৎই ঘটে ছন্দপতন। নর্থইস্ট এবং চেন্নাই ম্যাচ মিলিয়ে মোট দশটি গোল হজম করেছে খালিদ জামিলের দল। করেছে মাত্র একটি গোল। তবে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তারই মাঝে অনুশীলন শেষে, দলের রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার আশুতোষ মেহতা তার পুরানো দলকে নিয়ে বলে গেলেন কিছু কথা।

প্র: অনেকদিন পর আপনি মাঠে ফিরলেন এবং ডুরান্ড কাপ ও আইএসএলে দরুন প্রদর্শনও করলেন। এই খেলাটাকি আপনার নিজেকে ফিরে পাওয়ার লড়াই?
আশুতোষ: আমি সবসময় ধাপে ধাপে এগোতে চেয়েছিলাম। কঠিন পরিস্থিতিতে থাকলেও উদ্দেশ্য ছিল কামব্যাক করার এবং সেটাই করেছি। তবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হল আজকের ম্যাচ। সেটা নিয়েই এখন ভাবছি।

প্র: আপনি এর আগে মোহনবাগানে খেলেছেন। বাগান সমর্থকদের অনেক ভালোবাসাও আপনি পেয়েছেন। এবারে তাদের বিপক্ষে খেলতে নামছেন সল্টলেক স্টেডিয়ামে। কেমন লাগছে?
আশুতোষ: মোহনবাগান সমর্থকদের থেকে পাওয়া ভালবাসায় আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তাদের মত ভালবাসা আমায় কেউ দেয়নি। এই দুই বছরেও তাঁরা আমায় অনেক সমর্থন করেছেন। আমি মনে করি আমার মায়ের পরে কেউ যদি আমায় খুব বেশি ভালবাসে তাহলে সেটা এই মোহনবাগান সমর্থকরাই। তবে আমি প্রফেশনাল ফুটবলার। এখন আমি জামশেদপুরের ফুটবলার এবং এই দলের হয়ে আমি নিজের সেরাটা দিতে চাই।

প্র: খালিদ জামিলের সঙ্গে জুটি বেঁধে এর আগেও খেলেছিলেন। তাই কী আবারও খালিদ স্যারের অনুরোধে জামশেদপুর ফিরে আসা?
আশুতোষ: খালিদ জামিল নিজেও প্রফেশনাল। তিনি সব সময় দলের কথা ভেবেই ফুটবলার চয়ন করেন। শুধু আমায় চেনেন বলেই যে আমি দলে এসেছি সেরমটা নয়। জামশেদপুরে সই করার আগে আমায় ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়েছিল। তারপর ডুরান্ড কাপে ভাল প্রদর্শন করার পরেই আমি দলে জায়গা পেয়েছি।

প্র: টাইগার শ্রফের সঙ্গে আপনি একসাথে অনুশীলন করতেন। এখন টাইগার শ্রফ মুম্বাইয়ের একটি দলের হয়ে ফুটবল খেলেন। তা নিয়ে আপনার কী বক্তব্য?
আশুতোষ: আমি মনে করি টাইগার শ্রফকে যদি ছয় মাশ কোনও দলের সঙ্গে অনুশীলন করিয়ে দেওয়া যায়, তাহলে সে খেলে নেবে। তার খেলার মানসিকতা, স্কিল সবটাই খুব ভাল রয়েছে। আমি নিজেও তার মধ্যে এই জিনিস গুল দেখে অবাক হয়ে গেছিলাম। তাই আমি মনে করি যদি টাইগার যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আমাদের সঙ্গে খেলে নেবেন।

প্র: ডার্বির পর আপনি নিজের সমাজমাধ্যনে মোহনবাগানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিলেন। সেটা নিয়ে কি বলবেন?
আশুতোষ: ডার্বিতে আমি সবসময় মোহনবাগানকে সমর্থন করি। তবে আজকের ম্যাচের জন্য আমি নিজের সেরাটা দিতে চাই। কিন্তু মোহনবাগান সবসময় আমার কাছে মান্যতা পায়। আমি যেই টিমেই খেলিনা কেন আমার দ্বিতীয় দল সবসময় মোহনবাগান।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।

অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।

Continue Reading

ফুটবল

বছরের শেষ ম্যাচেও এলনা জয়। ড্র করেই মাঠ ছাড়ল ভারত…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বছরের শুরু থেকেই জয় পাচ্ছিলনা ভারত। শুধু তাই নয়, ভাল ফুটবলও খেলতে ভুলে গিয়েছিলেন মানবীর, আপুইয়া, গুরপ্রিত সিংহ সান্ধুরা। তারই মাঝে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। বদল হয়েছে কোচও। নতুন কোচের দায়িত্বে এসেছেন এফসি গোয়া দলের হেড কোচ মানোলো মার্কেজ। কিন্তু তাও বদল হলোনা ভাগ্য। অপরদিকে চোট সরিয়ে মাঠে ফিরলেন সন্দেশ ঝিঙ্ঘান। কিন্তু বছরের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়ল ভারত।

ম্যাচের শুরুটা ভালই করেছিল মানোলো মার্কেজের দল। শুরুর থেকেই মুহুর্মুহু আক্রমণ করছিলেন ভারতের ফুটবলাররা। তবে ম্যাচের ১৯ মিনিটে গুরপ্রীত সিংহের ভুলে গোল হজম করে ভারত। মালয়েশিয়ার হয়ে গোলটি করে যান পাউলো জোশুয়ে। তারপরেও অনেকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করে উঠতে পারেনি ভারত। অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে, ব্র্যান্ডনের ভাসানো কর্নার থেকে বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে। প্রথমার্ধে ১-১ গোলের ফলাফলের পর সবাই ভেবেছিল দ্বিতীয়ার্ধে জয়ের জন্য সর্বস্ব ঝাপাবে ভারত। কিন্তু চেষ্টা চালালেও গোলটাই তুলে আনতে ব্যার্থ হলেন ইরফান ইয়াদওয়াদরা। অপরদিকে ম্যাচের একদম শেষের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মালয়েশিয়া। তবে সেই সুযোগ তারা হাতছাড়া করায় অবশেষে ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়তে হল মানোলো মার্কেজদের।

Continue Reading

Trending