ফুটবল
কাতার কাঁটা উপড়ে ফেলতে চান আত্মবিশ্বাসী স্টিমাচ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে এখনও চব্বিশ ঘণ্টা কাটেনি। তার আগেই ফুটবল উৎসবে মেতে উঠেছে গোটা ভুবনেশ্বর। মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে কাতারের মুখোমুখি হবে ভারত। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের চেনা মাঠে কাতারকে আটকে দিতে চাইবেন সুনীল ছেত্রীরা। ইতিমধ্যেই কালকের ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সুতরাং, বোঝাই যাচ্ছে ভারতের হয়ে গলা ফাটাতে মাঠ ভরাবেন সমর্থকেরা। চলতি মরশুমে ঘরের মাঠে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। তবে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ভারত। এশিয়ার সেরা দল কাতারের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮-১ গোলে হারিয়েছে কাতার। অন্যদিকটা ভারত প্রথম ম্যাচে কুয়েতকে ১-০ গোলে পরাজিত করেছে। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ এদিন সাংবাদিক সম্মেলনে বললেন “ভারতের হারানোর কিছুই নেই। ম্যাচের ৯০ মিনিট নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। প্রত্যেক ফুটবলারকে নিজের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পারফর্ম করতে হবে।” শেষ বার যখন কাতারের মুখোমুখি হয়েছিল ভারত তখন গোলশূন্য ড্র হয়েছিল সেই ম্যাচ। কাতারের ঘরের মাঠে কাতারকে আটকে দিয়েছিল ভারত। শুধু তাই নয় সেই ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তিনিও আশা করছেন এবারের ম্যাচে ভারত যথেষ্ট ভালো খেলবে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখা খুবই জরুরী। তাই প্রথম ম্যাচে জয়ের পরেই কোচ তার ফুটবলারদের বলেছিলেন “জয়ের উচ্ছাসে না ভেসে পরের ম্যাচ নিয়ে ভাবতে”। আগামীকাল কাতারকে হারাতে পারলে অনেকটাই ভালো জায়গায় চলে আসবে ইগর স্টিমাচের দল।