ফুটবল
কলকাতা লীগের দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের খেলা শুরুর আগে বড় সিদ্ধান্ত আইএফএ’র…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কলকাতা লীগের প্রস্তুতি পর্বের বিষয়ে আলোচনায় মঙ্গলবার আইএফএ সচিব জয়দীপ মুখার্জি দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন। এবারের লীগ বয়স ভিত্তিক হওয়ায় তৃতীয় ডিভিশন এর ক্ষেত্রে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড় এবং দ্বিতীয় ডিভিশন এর ক্ষেত্রে অনূর্ধ্ব ২০ খেলোয়াড় খেলানো যাবে। এবারে লীগের আগে ক্লাবগুলিকে অনুদানের অর্থ বৃদ্ধি করা হয়েছে।
তৃতীয় ডিভিশন এর ক্ষেত্রে ৭৮০০ থেকে বেড়ে ১৫৬০০ করা হয়েছে , দ্বিতীয় ডিভিশন এর ক্ষেত্রে অনুদানের অর্থ ১০৪০০ টাকা থেকে বেড়ে ২০৮০০ টাকা করা হয়েছে।। দ্বিতীয় ডিভিশন এর ক্ষেত্রে পুরস্কার মূল্য চাম্পিয়নের ক্ষেত্রে ১৭০০০ থেকে বেড়ে ৬০০০ এবং রানার্স এর ক্ষেত্রে ১২০০০ টাকা থেকে বেড়ে ৪০০০০ টাকা করা হয়েছে ।
এছাড়াও দুটি ডিভিশনের ক্ষেত্রেই টিফিন অনুদানও বাড়ানো হয়েছে। দ্বিতীয় ডিভিশনের খেলা সম্ভবত ২ জুন এবং তৃতীয় ডিভিশনের খেলা সম্ভবত ৩০ মে শুরু হতে চলেছে। দুটি ডিভিশনের ক্ষেত্রেই ‘সি’ লাইসেন্স প্রাপ্ত কোচ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।