ফুটবল
আইএফএর পদে এলেন প্রয়াত প্রদ্যুৎ দত্তের ছেলে অনির্বান দত্ত…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইএফএ-র নতুন কোষাধ্যক্ষ হলেন অনির্বাণ দত্ত। কৃষ্ণেন্দু ব্যানার্জির জায়গায়। বিদায়ী কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু ব্যানার্জি প্রয়াত হওয়ায়, কোষাধ্যক্ষ পদটি শুন্য ছিল। মঙ্গলবার আইএফএ-র গভর্নিং বডি সেই স্থানে সর্বসম্মতিক্রমে কোষাধ্যক্ষ হিসাবে বেছে নিল প্রয়াত আইএফএ সচিব প্রদ্যুৎ দত্তের ছেলে ও সুব্রত দত্তের ভাইপো অনির্বাণ দত্তকে।
এছাড়াও একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয় আইএফএ-র গভর্নিং বডির সভায়। বিভিন্ন ডিভিশনে ১৪টি ক্লাবকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে প্রথম ডিভিশনে আছে ডায়মন্ড হারবার ক্লাব, অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব, বেলঘড়িয়া আথলেটিক ক্লাব ও বেঙ্গল ফুটবল একাডেমি। তৃতীয় ডিভিশনের অনুমোদন পেল জ্যোতির্ময় এফসি, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি। ছাড়াও অনুমোদন দেওয়া হয়েছে পেয়ারা বাগান আথলেটিক ক্লাব, আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব ও বেশ কিছু নার্সারি ক্লাবকে।
আইএফএর গভর্নিং বডির সভায় এদিন ৬১ জন সদস্যদের মধ্যে ৩৪ জন হাজির ছিলেন।