ফুটবল

I-League 2021/22: স্বপ্নভঙ্গ মহামেডানের! সাদা-কালো ব্রিগেডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: স্বপ্নভঙ্গ হল যুবভারতীতে আসা ৩৭০০০ সমর্থকদের। আই লিগের ডু অর ডাই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার কাছে ২-১ গোলে হেরে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া হল না মার্কাস জোসেফদের।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের মাথায় গোকুলামকে প্রথম গোলটি করে এগিয়ে দেন রিশাদ। তাকে লুকা মাপা বল সাজিয়ে দিলে মনোজ মহম্মদকে খুব সহজে কাটিয়ে গোল করে যান রিশাদ। যদিও এর পরেই পরিবর্ত হিসেবে নামা আজহারউদ্দিন মল্লিক একটি ফ্রি কিক আদায় করে দেন মহামেডানকে। সেই ফ্রি-কিক থেকে মার্কাস জোসেফ গোলে শট নিলে আজহারের গায়ে লেগে তা গোলে ঢুকলে মহামেডান ৫৭ মিনিটে সমতা ফেরায়। এরপর যদিও মহামেডান সমর্থকদের মুখে হাসি বেশিক্ষণ বজায় থাকেনি এবং ৬০ মিনিটে আবার গোকুলামকে গোল করে এগিয়ে দেন এমিল বেনি। এখানেও এসিস্ট করেন সেই লুকা। যদিও এর পরেও মহামেডান বেশকিছু গোলের সুযোগ পেলেও তা তারা কাজে লাগাতে ব্যর্থ হয় এবং ম্যাচটি গোকুলাম কেরালা ২-১ ব্যবধানে জিতে নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য লিগ চ্যাম্পিয়ন হয়।

প্রথমার্ধে দু’দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কেউ গোল করতে পারেনি। খেলার শুরুতেই মাত্র ৯ মিনিটের মাথায় রুডোভিচের ফ্রি-কিক দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন গোকুলামের গোলরক্ষক। যদিও প্রথমার্ধের মাঝামাঝি দু’দলই বেশ খানিকক্ষণ দিশাহীন ফুটবল খেলে। খেলার বয়স যখন ৪১ মিনিট তখনই মহামেডান গোলরক্ষক একটি বিশাল বড় ভুল করে ফেলেন। মাঝ মাঠ থেকে আসা একটি বল ক্লিয়ার করতে গিয়ে তিনি বক্স ছেড়ে বেরিয়ে এলে গোকুলামের ফরওয়ার্ড রোনাল্ডো ফ্লেচার বলটি তার মাথার ওপর দিয়ে গলে রাখার চেষ্টা করলেও তা অল্পের জন্য বাইরে যায়। এই ভুলের পড়ে অনেকেই ধরে নিয়েছিলেন মহামেডান ১-০ গোলে পিছিয়ে পড়বে, তবে ভাগ্য এক্ষেত্রে মহামেডানের সঙ্গে ছিল। এর কিছুক্ষণের মধ্যেই ফ্লেচারের চোট লাগে এবং খেলার ৪৩ মিনিটের মাথায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন এবং তার জায়গায় আসেন শ্রীকুট্টান ভিএস। প্রথমার্ধে অতিরিক্ত সময় ৪ মিনিট দেওয়া হলেও কোনও দলই গোল করতে পারেনি এবং প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version