আইএসএল

ISL 2024/25: পঞ্চম বিদেশি পাকা করে ফেলল হায়দ্রাবাদ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএল মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি হায়দ্রাবাদ এফসির। ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়ে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে নিজামসরা। আগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছে থাঙ্গবই সিংটোদের। তাছাড়া মরশুমের শুরুর দিকে মালিকানা বদল হয়েছে তাদের। ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ। এবারে পঞ্চম বিদেশি হিসেবে দলে যোগ দিয়েছেন এডমিলসন করেইয়া।

অনেকদিনধরেই জল্পনা ছিল যে এডমিলসন করেইয়া হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন। এবারে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ২৪ বছর বয়সী গিনি-বিসাউয়ের উইঙ্গার এডমিলসন করেইয়া যোগ দিয়েছেন হায়দ্রাবাদ দলে। মূলত উইঙ্গার হিসেবেই খেলতে পছন্দ করেন তিনি। নিজের পেশাদার ফুটবল কেরিয়ার তিনি শুরু করেন ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব সেন্ট এতিনের হয়ে। যদিও এই ক্লাবে চার বছর কাটালেও মূল দলের হয়ে মাত্র চারটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন করেইয়া। তবে তিনি মূলত খেলেছেন সেন্ট এতিনের বি দলে। সেখানে যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪১টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১টি গোল। তারপর সেখান থেকে ২০২৩-২৪ মরশুমে তিনি চলে যান কাতারের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আল বিদ্দায়। সেখানে গিয়ে মোট ১১টি ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবারে সেখান থেকে ফ্রী ফুটবলার হিসেবেই ভারতের ক্লাব হায়দ্রাবাদ এফসিতে যোগ দিলেন এই তরুণ উইঙ্গার।

হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৭ই নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত সেই ম্যাচেই নিজামসদের হয়ে আইএসএলে প্রথম অভিষেক হতে চলেছে এডমিলসন করেইয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version