আইএসএল

ISL: ঠান্ডা মাথায় বেঙ্গালুরু বধ করল জুয়ান ফেরান্দোর মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ জুয়ান ফেরান্দো বোধহয় জানতেন বিপক্ষ কোচের ট্র্যাটেজি কী হতে পারে। আর তাই ধারে ভারে এগিয়ে থাকা মোহনবাগানকে নিয়েও অতিরিক্ত সাবধানী ছিলেন তিনি। এমনিতেই কম সময়ের ব্যবধানে অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে মোহনবাগানকে। একই সাথে আইএসএল এবং এএফসি কাপের ম্যাচ খেলছে জুয়ান ফেরান্দোর দল। তাই চোট আঘাত, ফুটবলারদের ক্লান্তি নিয়ে বাড়তি সতর্ক কোচ। বুধবার যুবভারতী ক্রিড়াঙ্গনে চলতি আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ সুনীল ছেত্রীহীন বেঙ্গালুরু এফসি। ম্যাচের প্রথম ১৫ মিনিট বাদ দিলে বাকিটা মোহনবাগানের দখলেই ছিল। শুরুতে আক্রমণে চাপ বাড়িয়ে ম্যাচের রাশ হাতে নিতে চেয়েছিলেন বেঙ্গালুরু কোচ। তবে সবুজ মেরুন রক্ষণেত ইস্পাত কঠিন মস্তিষ্ক কোন ভুল করেনি।

৯০ মিনিটের ম্যাচে একটাই বল আটকাতে হয়েছে বিশাল কাইথকে। রোশন সিংয়ের গোল মুখী গ্রাউন্ডারটি বাদ দিলে বাকিটা নির্বিঘ্নেই কেটেছে সবুজ মেরুনের রক্ষণভাগ। বেঙ্গালুরু এফসির কোচ যেন বুঝেই গিয়েছিলেন এই মোহনবাগানকে ঘরের মাঠে আটকাতে হলে রক্ষণে দেওয়াল তুলতে হবে। আর করলেনও ঠিক তাই। খাতায় কলমে ছয় ডিফেন্ডার নিয়ে মাঠে নামলেন গ্রেয়সন। এদিন দলে তিনটি পরিবর্তন এনেছিলেন বাগান কোচ। রক্ষণে হ্যামিলকে না রেখে আক্রমণে জুড়ে দিলেন বিশ্বস্ত হুগো বুমোসকে। গ্লেন মার্টিনেজের পরিবর্তে এলেন অনিরুদ্ধ থাপা এবং আশীষ রাইয়ের পরিবর্তে মানবীর সিং। দিমিত্রি, কামিংস, হুগো বুমোসদের ধারালো আক্রমণ একের পর এক বাধা পেল বেঙ্গালুরু রক্ষণভাগে। জেসন কামিংস ভুল না করলে প্রথমার্ধেই গোল পেয়ে যেতে পারত মোহনবাগান। যদিও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি লিস্টন কোলাসো। ডেডলক ভাঙতে সময় লাগল ৬৮ মিনিট। বেঙ্গালুরু দূর্গের রক্ষণ সামলাতে সামলাতে ক্লান্ত প্রহরীদের সামান্য ভুলে বল পেয়ে গেলেন কামিংস। বক্সের মধ্যেই কামিংস পাস বাড়ালেন হুগোকে লক্ষ্য করে। মাঠা ঠান্ডা রেখে লক্ষ্যভেদ করলেন হুগো বুমোস।

এই মোহনবাগানের একটাই সুবিধা। দলে তারকার অভাব নেই। কেউ না কেউ ঠিক জ্বলে উঠবেনই। বেঙ্গালুরুর বিপক্ষে দিমিত্রি, কামিংস, মানবীররা গোল না করলেও ম্যাচ জেতালেন হুগো বুমোস। ম্যাচের বয়স যখন ৭৫ মিনিট অনিচ্ছাকৃত ভুলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুরেশ সিং ওয়াংঝাম। দশজনের বেঙ্গালুরুকে পেয়ে ব্যবধান বাড়াতে পারত মোহনবাগান। তবে বেঙ্গালুরু এফসির রক্ষণের প্রশংসা করতেই হয়। অতিরিক্ত সময়ে আরও একটি লাল কার্ড। দিমিত্রি পেত্রাতসের গোলমুখী আক্রমণ রুখতে গিয়ে ফাউল করলেন রোশন। রেফারি হরিশ কুন্ডু সরাসরি লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দিলেন রোশনকে। শেষ ৬ মিনিট ৯ জনের বেঙ্গালুরুও গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছিল। সেই সুযোগে দুবার গোলমুখ খুলে ফেলেছিল মোহনবাগান। তবে দিমিত্রি এবং সাদিকু গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। সব মিলিয়ে গত আইএসএল ফাইনালের ধারা কিন্তু বজায় রাখলেন জুয়ান ফেরান্দো। বেঙ্গালুরু এফসির কোচ গ্রেয়সনের অহংকার ফুৎকারে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলেন জুয়ান ফেরান্দো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version