ফুটবল
সাধারণ দর্শক গ্যালারিতে বসে এটিকে মোহনবাগানের ম্যাচ দেখলেন বাংলার ফুটবলাররা, তুঙ্গে বিতর্ক…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এফসি কাপে প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান খুব সহজেই শ্রীলঙ্কার ব্লু স্টার দলকে ৫-০ গোলে হারালেও হঠাৎ বিতর্ক শুরু হয়েছে। তবে তা একেবারেই অন্য কারণে।
আগামীকাল সন্তোষ ট্রফি খেলতে সকালেই কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাচ্ছে বাংলা দল। এই বাংলা দলের ফুটবলাররা বেশ কয়েকদিন যুবভারতী ক্রীড়াঙ্গনেই থেকে আবাসিক শিবির করে অনুশীলন করছিল। একথা জানাই ছিল যে সোমবার বাংলা ফুটবল দল এটিকে মোহনবাগানের এফসি কাপের খেলা দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে উপস্থিত থাকবে। তবে ম্যাচ চলাকালীনই চোখে পড়ে এক দৃষ্টিকটু ঘটনা! বাংলা দল যুবভারতীতে খেলা দেখল ঠিকই, তবে সেই দলের ফুটবলারদের ভিআইপি গ্যালারিতে খেলা দেখার জন্য টিকিট জুটল না। দেখা গেল তারা সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখছেন। যারা আগামীদিনে বাংলার প্রতিনিধিত্ব করতে চলেছে তাদের জন্য কয়েকটা ভিআইপি টিকিটেরও ব্যবস্থা করে দেয়নি এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ।
এই ঘটনা জানাজানি হওয়ার পর এই কলকাতা ময়দানে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আইএফএও এই ঘটনাটি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ এবং কেন বাংলা দলের জন্য এটিকে মোহনবাগানের পক্ষ থেকে কয়েকটি ভিআইপি গ্যালারির টিকিট বরাদ্দ হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে সন্তোষ ট্রফি শুরুর আগে বাংলা দলের সাধারণ গ্যালারিতে বসে এফসি কাপের ম্যাচ দেখা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ময়দানে।