ফুটবল

জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছে গুরমিত সিং

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি গুরমিত সিং। সদ্য হায়দ্রাবাদ এফসির হয়ে ক্লাব মরশুম শেষ করে ঘরে ফিরেছিলেন গুরমিত। হঠাৎই দুর্ভাগ্যজনকভাবে জাতীয় দলের গোলরক্ষক পূর্বা লেচেংপার চোট ভাগ্য খুলে দিল তার। চোট প্রাপ্ত লেচেংপার জায়গায় ভুবনেশ্বরের জাতীয় শিবিরে ডাক পেলেন তিনি। জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত গুরমিত জানালেন তিনি প্রথমে হায়দ্রাবাদের পক্ষ থেকে একটি ফোন কলে সবটা জানতে পারেন। তারপর ভারতীয় শিবির থেকে তাকে ডেকে নেওয়া হয় ভুবনেশ্বরে। জাতীয় দলের হয়ে ডাক পাওয়ায় গুরমিতের পরিবার অত্যন্ত খুশি। গুরমিত বললেন “এক সপ্তাহ হল আমি জাতীয় শিবিরে যোগ দিয়েছি। এখানে অনেক কিছু নতুন করে শিখতে পারছি।”

জাতীয় শিবিরে যোগ দিয়ে নিজের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যেতে চান গুরমিত। গত মরশুমে হায়দ্রাবাদের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। ১৪ টি ম্যাচের মধ্যে ৭ টি তে ক্লিন শিট রেখে সকলকে অবাক করে দিয়েছেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক। জাতীয় দলের জার্সি গায়ে দেওয়া সবসময়ই তার কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি করার জন্য তাকে এখনো অনেকটা পথ হাঁটতে হবে। তবে লড়াই করে নিজের স্বপ্ন সত্যি করতে মরিয়া হরিয়ানার ছেলে গুরমিত সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version