আইএসএল

ISL 2024/25: পরপর জয় তুলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এফসি গোয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত ম্যাচে ইনফর্ম বেঙ্গালুরু এফসিকে ৩-০ গোলে উড়িয়েছে এফসি গোয়া দল। বুধবার নিজেদের ঘরের মাঠেও সেই জয়ের ধারা অব্যাহত রাখল মানালো মার্কুয়েজের ছেলেরা। শক্তিশালী পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গোয়া। গোয়ার হয়ে দুটি গোল করেন আর্মান্দো সাদিকু এবং  ইকার গোয়ারেট্যাকসেনা। পাঞ্জাবের হয়ে একটিমাত্র গোল করেন আসমির সুলজিচ।

ম্যাচের শুরুর থেকেই দুই দল তাদের চেনা ছন্দে ফুটবল খেলতে শুরু করে দেয়। তবে ঘরের মাঠে খেলা এফসি গোয়াকে বারংবার চাপের মুখে ফেলে দিচ্ছিল পাঞ্জাব এফসি। ম্যাচের একদম শুরুতেই ফুলগা ভিদালের একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর ম্যাচের ১৩ মিনিটে নিহাল সুদীশের বাড়ান বল থেকে আসমির সুলজিচের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। তবে তারপর ম্যাচের ২২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করে গোয়া দল। প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ বাড়াতে থাকেন তাঁরা। তবে প্রথমার্ধে ১-১ গোলেই সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমনের উপরেই জোর দিতে থাকে মানালো মার্কুয়েজের ছেলেরা। যারফলে  দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণেই ইকার গোয়ারেট্যাকসেনার গোলে এগিয়ে যায় গোয়া। তারপর দুই দলই বেশ কয়েকবার উঠে আসতে থাকে আক্রমণে তবে গোলসংখ্যা আর বাড়েনি। ফলে ২-১ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল এফসি গোয়া। এরই সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে মানালো মার্কুয়েজের দল। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২৮ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টারর্স এফসির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version