ফুটবল
অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে জার্মানি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো জার্মানি। টানটান উত্তেজনায় শেষ হলো অনূর্ধ্ব ১৭
বিশ্বকাপে সেমিফাইনাল। ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল জার্মানি। নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোলে অমীমাংসিত থাকে ম্যাচ। টাই-ব্রেকারে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হিসাবে জায়গা করে নিল জার্মানি। ম্যাচের ৯ মিনিটের মাথায় প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। ৩৬ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। রুবার্তোর জোড়া গোলে প্রথমার্ধের একেবারে শেষ দিকে এগিয়ে যায় আর্জেন্টিনা।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে খেলায় গতি ফিরে পায় জার্মান ফুটবলাররা। ৫৮ মিনিটের মাথায় আবার ব্রুনারের গোলে সমতায় ফেরে জার্মানি। আর্জেন্টাইন রক্ষণের ভুলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য এগিয়ে যায় জার্মানি। ঠিক যে মুহুর্তে ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে জার্মান সমর্থকেরা, তখনই রুবের্তোর গোলে ম্যাচ বাঁচায় আর্জেন্টিনা। সংযোজিত সময়ের একেবারে শেষ মুহুর্তে সমতায় ফিরে টাই-ব্রেকার পর্যন্ত খেলা বাঁচিয়ে রাখে তারা। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স এবং মালি। এখন দেখার জার্মানির বিরুদ্ধে ফাইনাল খেলার জন্য কোন দল জায়গা করে নেয় অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে।