আন্তর্জাতিক ফুটবল
শেষ ষোলোয় জার্মানি, নাটকীয় জয় পর্তুগালের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – দুরন্ত ছন্দে জার্মানরা। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলল জার্মানি। এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য বজায় রাখে মুসিয়ালা, কাই হাভার্টজরা। ম্যাচের শুরুতেই জোড়া গোলের সুযোগ নষ্ট করেন কাই হাভার্টজ। প্রথমার্ধের ২২ মিনিটে মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান বাড়ান গুন্ডোয়ান। গোটা ম্যাচ জুড়ে বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি হাঙ্গেরি। শেষ পর্যন্ত ২-০ গোলে হাঙ্গেরিকে উড়িয়ে দিয়ে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল জুলিয়ান ন্যাগেলসম্যানের দল।
অন্যদিকে, ইউরো কাপের নিজেদের প্রথম ম্যাচে চেকিয়ার (চেক প্রজাতন্ত্র) মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এদিন শুরু থেকে ম্যাচে দাপট দেখালেও গোল তুলে আনতে পারেনি পর্তুগাল। মাঝেমধ্যে পর্তুগালের পেনাল্টি বক্সে উঠে আসছিল চেক প্রজাতন্ত্র। ৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন সিআর সেভেন। তার মিনিট ছয়েকের মধ্যেই সুযোগ পেয়েও নষ্ট করে চেক প্রজাতন্ত্র। ৬২ মিনিটে খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় চেকিয়া (চেক প্রজাতন্ত্র)। ৬৯ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগাল। শেষ মুহুর্তে সংযোজিত সময়ের খেলায় কনসেসাও গোল করে জিতিয়ে দেন পর্তুগালকে।
পাশাপাশি, ইউরো কাপে কোনওমতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে স্পেনের কাছে হারের পর এদিন আলবেনিয়ার কাছে আটকে গেলেন লুকা মদ্রিচরা। আলবেনিয়ার বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। ১১ মিনিটে লাচির গোলে এগিয়ে যায় আলবেনিয়া। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ঝড়ে জোড়া গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৭৪ মিনিটে ক্রামারিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। দু’মিনিটের মধ্যে জাসুলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। তার পরেও হাল ছাড়েনি আলবেনিয়া। আত্মঘাতী গোল করে দলকে বিপদে ফেলেছিলেন জাসুলা। ম্যাচের সংযুক্তি সময়ে গোল করে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন তিনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় লুকা মদ্রিচদের।