Connect with us

আন্তর্জাতিক ফুটবল

জীবনের ময়দান থেকে বিদায় নিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গোটা ফুটবল বিস্বকে কাঁদিয়ে চিরকালের জন্য বিদায় নিলেন জার্মান কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জার্মানির হয়ে কোচ এবং ফুটবলার হিসাবে বিশ্বকাপ জেতার অন্যন্য নজির রয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বেকেনবাওয়ারের মৃত্যুতে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা শোকস্তব্ধ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জার্মানির এই কিংবদন্তি ফুটবলার। ১৯৭৪ সালে তার হাত ধরেই বিশ্বকাপ জিতেছিল ততকালীন পশ্চিম জার্মানি। এরপর ১৯৯০ সালে কোচ হিসাবে বিশ্বকাপ এনে দেন পশ্চিম জার্মানিকে।

আন্তর্জাতিক ফুটবল

হার ব্রাজিল, আর্জেন্টিনার

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: একই দিনে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে হার ব্রাজিল ও আর্জন্টিনার। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে কয়েকমাস আগেই হেরেছিল কলম্বিয়া। সেই হারের বদলা নিলো তারা। অন্যদিকে একই দিনে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারল ব্রাজিল।

কলম্বিয়ার ঘরের মাঠে মস্কেরার গোলে প্রথম ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গনজালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা কিন্তু ম্যাচের ৬০ মিনিটে, বক্সে রোমেরোর ফাউল থেকে পেনাল্টি পায় কলম্বিয়া। সেখান থেকে গোল করতে কোন ভুল করেন নি হামেস রদ্রিগেজ। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠে ছাড়ে কলম্বিয়া।

উল্টোদিকে অসংখ্য সুযোগ নষ্ট করে প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ৫ ম্যাচের মধ্যে এটি ব্রাজিলের চুতর্থ হার। চিলির বিরুদ্ধে খেলা ব্রাজিল দলকে খুঁজেই পাওয়া গেলনা এদিন। ২০ মিনিটের মাথায় দিয়েগো গোমেজের করা গোল ম্যাচের জয়সূচক গোল হয়ে যায়। তারপর গোটা ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগতে ব্যর্থ হন ভিনিশিয়াসরা। দীর্ঘ ১৬ বছর পর ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে।
এই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট পেয়ে ৫ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। অপরদিকে কলম্বিয়ার কাছে হেরেও শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কলম্বিয়ার কাছে হার আর্জেন্টিনার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা ফাইনালে হারের বদলা নিলো কলম্বিয়া। ঘরের মাঠে ম্যাচ হারলো আর্জেন্টিনা।

কোপা ফাইনালে চোট লাগায় এই ম্যাচেও দলে ছিলেননা লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এসে কলম্বিয়ার কাছে আটকে গেলো আর্জেন্টিনা।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় জেমস রদ্রিগেসের বাড়ানো বল থেকে ইয়েরসন মসকেরা গোল করে এগিয়ে দেয় কলম্বিয়াকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেমস রদ্রিগেসের ভুল পাস থেকে বল পেয়ে কলম্বিয়া গোলরক্ষকের পায়ের ফাঁক থেকে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজকে বক্সের ভেতর ট্যাকেল করে বসেন রোমেরো। প্রথমে ফাউল না দিলেও পরে ভারের সাহায্য নিয়ে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। রদ্রিগেসের পেনাল্টি থেকে ২-০ তে এগিয়ে যায় কলম্বিয়া। তার পরে আর্জেন্টিনা আর সময়তায় ফিরতে পারেনি। গত ম্যাচে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার সেই আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি এই ম্যাচে। হয়তো সেই কারণের জন্যই এই ম্যাচটি থেকে পয়েন্ট হাতছাড়া করতে হলো আর্জেন্টিনাকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

আবারো হার ব্রাজিলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। গতম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জিতলেও, বুধবার প্যারাগুয়ের কাছে হারতে হল সেলেকাওদের। এই নিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারে শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের মুখ দেখতে হল দোরিভাল জুনিয়রের দলকে।

এদিন ঘরের মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জয় পেল প্যারাগুয়ে। ২০০৮ সালের পর দীর্ঘ ১৬ বছর বাদে ব্রাজিলকে হারাল প্যারাগুয়ে। এই জয়ের ফলে ৯ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার ৭ নম্বরে উঠে এল তারা।

ম্যাচের ২০ মিনিটের মাথায় দিয়েগো গোমেজের ডান পায়ের দুরন্ত শটে ১-০ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। সেই গোলটিই ম্যাচের জয়সূচক গোল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো একটি ভাল সুযোগ পেলেও সেটিকে তিনি গোলের মধ্যে রাখতে পারেননি। ম্যাচের একদম শেষ মিনিটে প্যারাগুয়ের ডিফেন্ডার র‍্যামন সসার করা একটা ভুল পাস থেকে বল চলে যায় ভিনিসিয়াসের পায়ে। কিন্তু সেখান থেকে তাঁর নেওয়া শট রুখে দেন গোলরক্ষক রবার্তো ফার্নান্দেজ। বাকি ম্যাচে অজস্র সহজ সুযোগ পেলেও, গোলমুখ খুলতে পারে নি ব্রাজিল। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিলের পরের ম্যাচ ১১ অক্টোবর চিলির বিরুদ্ধে।

Continue Reading

Trending