আন্তর্জাতিক ফুটবল
রোনাল্ডোর সাথে বিবাদের জেরেই বরখাস্ত? কী অপেক্ষা করছে গার্সিয়ার ভাগ্যে? জানতে পড়ুন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দুর্দান্ত খেলার পাশাপাশি তারকা এই ফুটবলারের নাম একাধিকবার শিরোনামে উঠে এসেছে বিতর্কের কারণে। সোশ্যাল মিডিয়ায় চলেছে সমালোচনার ঝড়। এর আগেও একাধিকবার কোচ এবং ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে রোনাল্ডোর। ফের সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল আল নাসেরের ক্ষেত্রেও। সূত্রের খবর, এবার আল নাসেরের ম্যানেজার পদ থেকে বিতাড়িত হয়েছেন রুডি গার্সিয়া এবং তার নেপথ্যেও নাকি রোনাল্ডোর সাথে সম্পর্কের অবনতিই মূল কারণ।
সৌদি আরবিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। মূলত ড্রেসিংরুমের দ্বন্দ্বের কারণেই ৫৯ বছরের রুডিকে হারাতে হল তার পদ। মরশুমের সাত ম্যাচ বাকি থাকতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ক্লাবকর্তাদের সঙ্গে ক্লোজ ডোর মিটিং করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেখানেই নাকি ম্যানেজারের স্ট্র্যাটেজি নিয়ে নিজের অখুশী হওয়ার বিষয়টি সামনে এনেছিলেন পর্তুগালের অধিনায়ক। আর তারপরেই গার্সিয়ার সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তারা। তবে অন্য একটি সূত্র বলছে, এখনো একটি শেষ সুযোগ রয়েছে গার্সিয়ার কাছে। পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আল হিলালকে হারাতে পারলে চাকরি বাঁচতে পারে গার্সিয়ার এমনটাও শোনা যাচ্ছে। সমীক্ষায় জানা গেছে রোনাল্ডো আসার পর থেকেই লীগ তালিকায় আরো নিচের দিকে নামতে শুরু করেছে আল নাসের। তাদের পরিবর্তে এখন শীর্ষে রয়েছে আল ইতিহাদ, যাদের সাথে আল নাসেরের পয়েন্টের ব্যবধান ৩। এবং সম্প্রতি সৌদি আরবিয়ান সুপারকাপেও খেলতে দেখা গেছে এই দলকে। অনেকেই মনে করছেন গার্সিয়ার ফুটবলারদের কড়া সমালোচনা মোটেই ভালো চোখে দেখেননি দলের সদস্যরা। এবং তারই ফলস্বরূপ এই পরিণতি। অন্যদিকে ম্যাচ ড্র করে মাঠে ফের মেজাজ হারাতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।