আন্তর্জাতিক ফুটবল
কষ্টার্জিত জয় ফ্রান্সের, জিতল তুরস্ক
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করলেও, প্রথম ম্যাচে মন ভরাতে পারলেন না এমবাপেরা। সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতল তারা। তবে জয় এল আত্মঘাতী গোলে। একাধিক সুযোগ নষ্ট, মাঠেই রক্তাক্ত হতে হল ফরাসি ফুটবলারদের। সব মিলিয়ে স্বাভাবিক ছন্দে খুঁজে পাওয়া গেল না দিদিয়ের দেশঁ-এর দলকে। শুরুতেই কম শক্তিশালী অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল তুলে নেওয়ার জন্য ঝাঁপায় ফরাসিরা। পরিকল্পনা মাফিক ফুটবল খেলে আক্রমণ তৈরি করছিল ফ্রান্স। অন্যদিকে ধারাবাহিক ভাবে আক্রমণ তুলে আনছিল অস্ট্রিয়া। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরাসি ফুটবলাররা।
৩৮ মিনিটের মাথায় অস্ট্রিয়ার রক্ষণে ছন্দপতন হয়। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে বল ভাসিয়েছিলেন এমবাপে। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান উবের। আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই বল দখলের লড়াইয়ে আহত হন গ্রিজম্যান। রক্তাক্ত মাথায় ব্যান্ডেজ বেঁধেই খেলা চালিয়ে যান তিনি। ৫৫ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন এমবাপে। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। ৮৫ মিনিটে বিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্তাক্ত হন ফরাসি অধিনায়ক। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেও এমবাপেদের পারফর্মেন্স চিন্তায় রাখল দিদিয়ের দেশঁকে।
অন্যদিকে, মঙ্গলবার প্রথম ম্যাচে জর্জিয়াকে ২-১ গোলে হারালো তুরস্ক। ২৫ মিনিটের মাথায় মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। যদিও অগ্রগমণ খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জর্জিয়া। জর্জিয়ার হয়ে গোল করেন মিকাউতাডজে। ১-১ ফলাফল নিয়েই বিরতির সময় সাজঘরে যায় দু’পক্ষ। দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণের ঝাঁঝ বাড়ায় তুরস্ক। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে গুলারের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ব্যবধান বাড়ায় তুরস্ক। শেষ পর্যন্ত ৩-১ গোলে জর্জিয়াকে হারিয়ে ইউরো কাপে অভিযান শুরু করল তুরস্ক।
ফ্রান্স ১ অস্ট্রিয়া ০
৩৮’ ওবার (আত্মঘাতী)
তুরস্ক ৩ জর্জিয়া ১
২৫’ মুলদুর ৩২’মিকাউতাডজে
৬৫’ গুলার
৯০+৭’ আকতুরকোগলু