আন্তর্জাতিক ফুটবল
FIFA WC 2022: ডেনমার্ককে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে ফ্রান্স
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৯৯৮ থেকে ২০১৪। এই পাঁচ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইতালি স্পেন এবং জার্মানি। এই পাঁচ দলের মধ্যে ব্রাজিল ছাড়া প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার পরেরবারের বিশ্বকাপে গ্রুপ রাউন্ড থেকে বিদায় নিয়েছে। ফ্রান্স সেই মিথ এবার ভেঙে দিল। শনিবার তারা ২-১ গোলে হারিয়ে দিল ডেনমার্ককে।
ফ্রান্সের হয়ে জোড়া গোল করলেন গত বিশ্বকাপের নায়ক কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি গোল হয়ে গেল তাঁর। তবে অস্ট্রেলিয়া ম্যাচের খেলা এদিন খেলতে পারেনি ফ্রান্স। বরং বেশ ভালো ফুটবল উপহার দেয় ডেনমার্ক। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। ৬১ মিনিটে এগিয়ে যাওয়ার গোল পায় ফ্রান্স। গত ম্যাচে ফ্রান্সের প্রথম গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট ছিল থিও হার্নান্ডেজের। এদিনও সেই থিওর সাজিয়ে দেওয়া বলে প্রথম গোল করলেন এমবাপ্পে। তবে এই গোলের পর ডেনমার্ক মোটেও হারিয়ে যায়নি। ৭ মিনিটের মাথায় দুরন্ত হেডে ডেনমার্কের হয়ে সমতা ফেরান আন্দ্রে ক্রিশ্চিয়ানসন। ৭৩ মিনিটে ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস একটি নিশ্চিত গোল বাঁচান। ৮৬ মিনিটের টানটান ম্যাচে ফ্রান্সকে জয় এনে দেন সেই নায়ক এমবাপ্পে। আন্তোনিও গ্রিজমানের সেন্টার চূড়ান্ত ফিটনেস এর পরিচয় দিয়ে বল জালে পাঠান তিনি। প্রসঙ্গত এবারের বিশ্বকাপে ফ্রান্সই প্রথম দল যারা পরপর দুটি ম্যাচে জিতল।